স্যুই রু ইয়ুন
2022-08-17 11:10:32

স্যুই রু ইয়ুন বা ভ্যালেন সু ১৯৭৪ সালের ২০ সেপ্টেম্বর চীনের তাইওয়ান প্রদেশের তাইপেই শহরে জন্মগ্রহণ করেন। আসলে তাঁর নাম ছিল স্যু হং স্যিউ। তিনি হচ্ছেন তাইওয়ানের সংগীত শিল্পী, সুরকার, লেখিকা এবং টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী। তাঁর কণ্ঠের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে।

 

১৯৯৫ সালের জুন মাসে তিনি তাঁর প্রথম অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামে “সন্তুষ্ট করা” ও “স্বরূপ বুঝিতে পারা”সহ মোট দশটি গান অন্তর্ভুক্ত হয়। 

 

১৯৯৬ সালের এপ্রিল মাসে  স্যুই রু ইয়ুন তাঁর দ্বিতীয় ম্যান্ডারিন অ্যালবাম “অশ্রু সমুদ্র” প্রকাশ করেন। অ্যালবামের শিরোনাম সংগীতটি একটি টিভি নাটকের থিম সংয়ে পরিণত হয়। তাইওয়ান অঞ্চলে অ্যালবামের বিক্রির পরিমাণ ছিল ৩ লাখেরও বেশি। পুরো এশীয় অঞ্চলে বিক্রি হয় ১২ লাখ কপি। 

 

১৯৯৭ সালে স্যুই রু ইয়ুন তাঁর চতুর্থ অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামের নাম “সূর্যালোকে বিমানবন্দর”। সারা এশিয়ায় অ্যালবামের বিক্রির পরিমাণ ৬ মিলিয়ন ছাড়িয়ে যায়। একই বছর তিনি প্রথম সিলেক্টেড অ্যালবামও প্রকাশ করেন। এশিয়ায় সে অ্যালবামের বিক্রয় সংখ্যা ছিল সাড়ে ৫ মিলিয়ন। তা থেকে বোঝা যায়, স্যুই রু ইয়ুনের গানগুলি অনেক জনপ্রিয়, তাইনা? যখন তাঁর অ্যালবাম “সূর্যালোকে বিমানবন্দর” প্রকাশিত হয়, তখন আমিও অ্যালবামের টেপ কিনেছিলাম। খুব সুন্দর গানগুলি। 

 

১৯৯৮ সালের জুন মাসে স্যুই রু ইয়ুনের তাঁর পঞ্চম ম্যান্ডারিন অ্যালবাম “আমি এখনও তোমাকে ভালোবাসি” প্রকাশ করেন। অ্যালবামে ১০টি গান অন্তর্ভুক্ত হয়। তিনি নিজেই অ্যালবামের সঙ্গীত তৈরিতে অংশ নেন। এছাড়া, তিনি অ্যালবামের শিরোনাম সংগীত দিয়ে পঞ্চম চীনা সঙ্গীত চার্ট হিটে সেরা জনপ্রিয় টপ ২০ গান পুরস্কার জিতেন। 


১৯৯৯ সালের জানুয়ারিতে স্যুই রু ইয়ুন তাঁর সপ্তম অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামের শিরোনাম গান “বিজয়” গানটিসহ মোট ১১টি গান অন্তর্ভুক্ত হয়। তাঁর গান অনেক সুন্দর, কথায় বলা যায় না। 

 

গান শুনতে শুনতে আমরা আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। তবে, অনুষ্ঠানের শেষে আমি আপনাদের আরেকটি গান শোনাতে চাচ্ছি। গানের নাম ‘আতশবাজি দেখার পরে ফিরে যাও”। গানটি তাঁর ২০০৭ সালের ডিসেম্বরে প্রকাশিত ১৩তম অ্যালবাম থেকে নেয়া। গানের গল্প তাঁর একটি অবিস্মরণীয় ভালোবাসা থেকে। তাঁর লেখা লিরিক্সে প্রত্যেক বর্ণনা নিজের অভিজ্ঞতা। যাই হোক, আশা করি, গানটিসহ আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে।

 

 (প্রেমা/এনাম)