‘অগ্নিশিখা’
2022-08-17 10:19:31

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী জি খ্য চুন ই’র সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

জি খ্য চুন ই, তাঁর হান জাতির নাম হল ওয়াং চুন ই। ১৯৮৮ সালের ১৩মে চীনের সিছুয়ান প্রদেশের লিয়াং শান ই জাতির স্বায়ত্তশাসিত রাজ্যে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন ই জাতির নারী কণ্ঠশিল্পী। তিনি একই সঙ্গে একজন অভিনেত্রীও বটে।

 

২০১২ সালে জি খ্য চুন ই চীনের চ্য চিয়াং টেলিভিশনের আয়োজিত নতুন কণ্ঠশিল্পীর প্রতিযোগিতা ‘ভয়েস অব চায়না’-তে অংশ নিয়ে সারা দেশের মধ্যে তৃতীয় সেরা পুরস্কার পান। এর মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে সংগীতজগতে প্রবেশ করেন।

 

বন্ধুরা, এখন শুনুন জি খ্য চুন ই’র গান ‘বাতাসকে জিজ্ঞাস করা’। গানের কথাগুলো এমন: তোমাকে আমি এত মিস করি, যা আমার স্বপ্নে ভেঙে যায়। কেন তুমি আমাকে কোনো যুক্তি দাও না, তবে শুধু আমাকে ছেড়ে দিয়েছো। তোমার চোখ, সব বোঝে, তবে আমার হৃদয়ের দ্বিধা কেন বোঝে না? তোমার স্বপ্ন থেকে জেগে উঠি নি, আমার আহত দেহকে চিকিত্সাও করি নি, তবে তোমাকে জিজ্ঞেস করতে চাই, আমার পদচিহ্নকে কি রেখে দিয়েছো? বাতাস আমাকে কোথায় নিয়ে যাবে।

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এবারে শুনুন জি খ্য চুন ই’র গান ‘অগ্নিশিখা’। গানের কথাগুলো এমন: গভীর রাতের ধোঁয়া কোথায় ভেসে যাচ্ছে। ঘূর্ণিঝড় মুখ থেকে চলে যায়। মরুভূমিতে মনের দৃঢ়তা দিয়ে বালিঝড়ের বিরুদ্ধে লড়াই করি। রাতের অন্ধকারকে ভেঙে দেওয়া যায়। অগ্নিশিখা ছোট হলেও যুদ্ধের মাঠ জ্বালিয়ে দিতে পারে। আলো হাতে আমি একাই বালিঝড় পার হতে পারি।

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন জি খ্য চুন ই’র কণ্ঠে ‘রাজকুমারীর শক্তি’। গানের কথায় বলা হয়, আমার হাত ধরে প্রতিশ্রুতি দিয়েছো। জাদু আমাদের মধ্যে ঘটছে। রঙিন আলো অসীম আকাশ উজ্জ্বল করছে। যা আমার সত্য হৃদয়ের প্রতিফলন। রাজকুমারীর শক্তি, আরেকজন নিজেকে দেখেছি। এই বিশ্ব আমার হৃদয়কে পরিবর্তন করেছে।

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাচ্ছি জি খ্য চুন ই’র আরেকটি সুন্দর গান, গানের নাম ‘খালি শহর’। আশা করি, গানটি আপনাদের ভালো লাগবে।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী জি খ্য চুন ই’র সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)