‘কিংবদন্তী’
2022-08-17 10:16:59

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ফেই থেং ক্য আর-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

থেং ক্য আর, ১৯৬০ সালের ১৫ জানুয়ারি চীনের ইনারমঙ্গোলিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মঙ্গোলীয় জাতির একজন পুরুষ কণ্ঠশিল্পী। তিনি চীনের কেন্দ্রীয় জাতীয় নৃত্য দলের উপ-প্রধান এবং দেশের প্রথম শ্রেণীর অভিনেতা।

 

১৯৮৫ সালে থেং ক্য আর থিয়ান চীন কনজাভোটারি অব মিউজিক থেকে স্নাতক পাস করেন, তারপর তিনি চীনের কেন্দ্রীয় জাতীয় নৃত্যদলে যোগ দেন।

 

১৯৮৬ সালে থেং ক্য আর প্রথম ‘ময়ূর’পুরস্কার নামে যুব কণ্ঠশিল্পীর প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজের স্বরচিত গান ‘মঙ্গোলীয় মানুষ’ পরিবেশন করেন। তিনি বলেন, সেটি ছিল তাঁর সংগীত-জীবনের সূচনা।

 

বন্ধুরা, এখন শুনুন থেং ক্য আর-এর কণ্ঠে ‘মঙ্গোলীয় জাতির মানুষ’ নামের গানটি। গানের কথায় বলা হয়: সাদা তাবুতে রান্নার ধোঁয়া ওঠে। আমি পশুপালক পরিবারের সন্তান। অসীম তৃণভূমি আমার বেড়ে ওঠার দোলনা। আমাকে লালন করা এই জমি, আমি নিজের দেহের মত তাকে ভালোবাসি। এটাই হল মঙ্গোলীয় জাতির মানুষ। জন্মস্থানকে ভালোবাসা মানুষ।

আচ্ছা, শুনুন এই সুন্দর গান।

 

বন্ধুরা, এবারে শুনুন থেং ক্য আর-এর কণ্ঠে ‘কিংবদন্তী’ নামের গানটি। গানের কথাগুলো এমন: বাতাস তৃণভূমি থেকে চলে যায়। কত কিংবদন্তীকে ভেঙে দিয়েছে। শুধু তোমার গল্প রাখা আছে। মদ ও দুধ চা দিয়ে গানে তৈরি করা হয়েছে। ঘোড়া পিঠের বাড়ি, তোমার কারণে আরো বিস্তীর্ণ হয়। সবখানে তোমার অবদানের কথা শোনা যায়। পশুপালনের মনে রাখা হয়।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন আপনাদের শোনাবো থেং ক্য আর-এর গান ‘স্বর্গ’। গানের কথাগুলো এমন: নীল আকাশ, পরিচ্ছন্ন হৃদের পানি। সবুজ তৃণভূমি, তা হল আমার বাসা। ছুটন্ত ঘোড়া, সাদা মেঘের ভেলা, আর তুমি, আমার প্রিয় মেয়ে, এটাই হল আমার বাসা। আমি তোমাকে ভালোবাসি, আমার বাসা, আমার বাসা, আমার স্বর্গ। আমি তোমাকে ভালোবাসি, আমার বাসা, আমার বাসা, আমার স্বর্গ।

কণ্ঠশিল্পী এই গানের মাধ্যমে নিজের জন্মস্থানের বর্ণনা দিয়েছেন। আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। তবে, বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাচ্ছি থেং ক্য আর-এর আরেকটি সুন্দর গান, গানের নাম ‘সে দূরের জায়গায়’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী থেং ক্য আর-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)