আগস্ট ১৬: একটি সাদা রেখা যেন দূর থেকে কাছে এল, আর মুহূর্তের মধ্যে দেওয়ালের মতো দাঁড়িয়ে থাকা জোয়ারটা একটি উঁচু জলের প্রাচীরের মতো গর্জন করে মিলিয়ে গেল। বিশ্বের অনেক মোহনায় জোয়ারের ঢেউ দেখা যায়, চীনে সবচেয়ে সুপরিচিত হচ্ছে ছিয়ান থাং চিয়াং নদীর জোয়ার। ছিয়ান থাং চিয়াং নদী পূর্ব চীনের চেচিয়াং প্রদেশে অবস্থিত। চীনের ঐতিহ্যিক পঞ্জিকা অনুযায়ী, প্রতিবছরের সপ্তম মাসে ছিয়ান থাং চিয়াং নদীর জোয়ার উপভোগের সবচেয়ে ভাল সময় শুরু হয়।