বৈশ্বিক উষ্ণায়ন প্রসঙ্গ
2022-08-15 14:59:10

অগাষ্ট ১৫: গত শনিবার দুপুর একটা থেকে বিকেল ৬টা পর্যন্ত চীনে উচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড সৃষ্টি হয়। এ সময় হুপেই প্রদেশের চুশানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৪ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে ছুছিংয়ের শাফিংপা ও ফেংতু’তে সর্বোচ্চ তাপমাত্রা রেডর্ক করার হয় ৪২ ডিগ্রি সেলসিয়াস।

গত শুক্রবার চীনের কেন্দ্রীয় জলবায়ু কেন্দ্র চলতি বছরের প্রথম উচ্চ তাপমাত্রার লাল সতর্কতা জারি করে। গত জুন মাস থেকে দক্ষিণ চীনে উচ্চ তাপমাত্রার ধারা অব্যাহত রয়েছে।  ১৯৬১ সালের পর এতো দীর্ঘ সময় ধরে উচ্চ তাপমাত্রা বিরাজ করেনি।

গত জুলাই মাস থেকে চেচিয়াং প্রদেশের অধিকাংশ অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ থেকে ৪৩ ডিগ্রি সেলসিয়াস।  চেচিয়াং জলবায়ু কেন্দ্রের খবরে বলা হয়, পরের সাত দিনে প্রদেশটির উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলের কোনো কোনো এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা হবে ৪৩ ডিগ্রি সেলসিয়াস।

পরিসংখ্যান অনুসারে, ছংছিংয়ে উচ্চ তাপমাত্রার দিনের সংখ্যা ২৯.৩-তে পৌঁছেছে। এটি ১৯৫১ সালের পর দ্বিতীয় সর্বাধিক। ছংছিং শহরের জলবায়ু কেন্দ্রের খবরে বলা হয়, পরের দশ দিনে ছংছিংয়ের অধিকাংশ এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা হবে ৩৮ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস। কোনো কোনো এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা হবে ৪৩ থেকে ৪৪ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, শাংহাইয়ে উচ্চ তাপমাত্রা অব্যাহত আছে। শাংহাইয়ের কেন্দ্রীয় জলবায়ু কেন্দ্রের খবরে বলা হয়, ১৩ই অগাষ্ট পর্যন্ত শাংহাইয়ে টানা ছয় দিন সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে ছিল। পরের দশ দিনে সর্বোচ্চ তাপমাত্রা হবে ৪০ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াস।

জাতীয় জলবায়ু কেন্দ্রের সাম্প্রতিক খবরে বলা হয়, বর্তমানে আঞ্চলিক উচ্চ তাপমাত্রার দিনের সংখ্যা ২০১৩ সালের সংখ্যাকে ছাড়িয়ে যায়নি, তবে আগামী দুই সপ্তাহজুড়ে দক্ষিণ চীনে উচ্চ তাপমাত্রা অব্যাহত থাকবে। অনুমান অনুযায়ী, এবারের উচ্চ তাপমাত্রার দিনের সংখ্যা ২০১৩ সালের ৬২ দিনের রেকর্ড ভেঙে দেবে। জানা গেছে, অস্বাভাবিক উপক্রান্তীয় উচ্চ চাপ হল এ বছর গোটা বিশ্বে উচ্চ তাপমাত্রার জন্য দায়ী।

চীনা কেন্দ্রীয় জলবায়ু কেন্দ্রের প্রধান পূর্বাভাসকারী ছেন থাও বলেন, বর্তমান পর্যবেক্ষণে বলা যায়, এই বছর পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় উপক্রান্তীয় উচ্চ চাপ খুব বেশি এবং খুব শক্তিশালী। অথচ দক্ষিণ চীনে ডাউনড্রাফ্ট নিয়ন্ত্রণে আকাশ পরিষ্কার ও মেঘ খুবই কম। দিনের বেলায় সূর্যালোকের প্রভাবে মাটির কাছাকাছি তাপমাত্রা বাড়ে এবং গরম বাতাস মাটির কাছাকাছি অবস্থান করে। সেজন্য উচ্চ তাপমাত্রা বিরাজ করছে।

ছেন বলেন, গ্রীষ্মকালে উচ্চ তাপমাত্রার ঘটনা স্বাভাবিক। তবে, এ বছর উচ্চ তাপমাত্রার সময় দীর্ঘ ও শক্তিশালী। এটি অস্বাভাবিক।

চীন ছাড়াও পশ্চিম প্রশান্ত উপক্রান্তীয় উচ্চ চাপ, আটলান্টিক উপক্রান্তীয় উচ্চ চাপ এবং ইরানি উচ্চ চাপ শক্তিশালী হয়ে থাকে। এতে একটি বড় আকারের সামগ্রিক বৈশ্বিক উষ্ণ উচ্চ চাপ তৈরি হয়। ফলে উত্তর গোলার্ধের অনেক অংশে উচ্চ তাপমাত্রা দেখা দেয়।

জাতিসংঘের সরকারি পর্যায়ের জলবায়ু পরিবর্তন বিশেষ কমিশন (আইপিসিসি)-এর ষষ্ঠ মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, গত ৫০ বছরে বৈশ্বিক উষ্ণতা এমন হারে ঘটেছে, যা গত ২ হাজার বছরে দেখা যায়নি। এটা খুবই উদ্বেগজনক। (ছাই/আলিম/স্বর্ণা)