চীনা সমাজের উন্নয়ন এবং নতুন পেশার নতুন সম্ভাবনা
2022-08-15 15:23:15

সাম্প্রতিক বছরগুলোতে চীনা সমাজে ব্যাপক পরিবর্তন ঘটেছে। বিশেষ করে, ইন্টারনেট ও প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে, অর্থনীতিতেও এসেছে বৈচিত্র্য। অনেক নতুন পেশা সমাজের উন্নয়নের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে সৃষ্টি হয়েছে। চীনের মানবসম্পদ ও সামাজিক নিশ্চয়তা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে ১৮টি নতুন পেশার কথা জানানো হয়েছে। আজকের আসরে আমরা চীনা সমাজের উন্নয়নে এসব নতুন পেশার ভূমিকা নিয়ে কিছুটা আলোচনা করবো।

সম্প্রতি চীনের মানবসম্পদ ও সামাজিক নিশ্চয়তা মন্ত্রণালয় হোস্টেলের প্রশাসক, পারিবারিক শিক্ষার পরামর্শক, পর্যটনের পরামর্শকসহ ১৮টি নতুন পেশার তথ্য প্রকাশ করেছে। চীনের ক্যাপিটাল অর্থনীতি বিশ্ববিদ্যালয়ের কর্মসংস্থান প্রবণতা গবেষণাগারের পরিচালক চাং ছেং কাং বলেন, চীনের প্রক্রিয়াকরণ শিল্পে উন্নত নির্মাণশিল্প ও স্মার্ট উত্পাদনশিল্প যুক্ত হওয়ায় প্রযুক্তিগত নতুন নতুন পেশার সৃষ্টি হয়েছে। তা ছাড়া, চীনা জনগণের জীবনমান উন্নত হওয়ায় নতুন নতুন ভোক্তাবাজার সৃষ্টি হয়েছে। এর ফলেও নতুন পেশার আবির্ভাব ঘটেছে।

২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে চীনের মানবসম্পদ ও সামাজিক নিশ্চয়তা মন্ত্রণালয় মোট ৪ দফায় ৫৬টি নতুন পেশার তালিকা প্রকাশ করে। এসব নতুন পেশার মধ্যে রয়েছে ডিজিটাল ও হাইটেক প্রযুক্তি খাতে ডিজিটাল প্রকৌশলী, ড্রোনচালক, মাল পরিবহন নেটওয়ার্কের সমন্বয়কারী, কৃষির ডিজিটাল প্রযুক্তিগত কর্মী।

চীনের লিয়াওনিং প্রদেশের কৃষিবিজ্ঞান একাডেমির তথ্য-গবেষণাগারের উপপ্রধান পেং সিউ ইউয়ান আরও বেশি কৃষির ডিজিটাল প্রযুক্তিগত কর্মীকে প্রশিক্ষণ দিতে চান। এ সম্পর্কে তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তিগত কর্মীরা আধুনিক কৃষি গবেষণা ও উত্পাদনের সাথে যুক্ত গুরুত্বপূর্ণ সেতু। তাদের মাধ্যমে কৃষির উত্পাদন শিল্পে ব্যাপক উন্নয়ন করা সম্ভব। তারা কৃষি উত্পাদন বৃদ্ধিতে আরও বেশি ভুমিকা পালন করবে।

আধুনিক পরিষেবা খাতে হোস্টেলের গৃহকর্মী ও ভ্রমণ-পরামর্শকসহ বিভিন্ন পেশাও ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে।

পেশার তালিকা সামাজিক উন্নয়নের আয়নার মতো। সাম্প্রতিক বছরগুলোতে চীনের হোস্টেল শিল্পের দ্রুত উন্নয়ন ঘটেছে। ফলে  হোস্টেলের গৃহকর্মীর সংখ্যাও অনেক বেড়েছে। ৪০ বছর বয়সের নারী ছেন লি পিং চীনের চেচিয়াং প্রদেশের তেছিং জেলার মোকানশান জেলার একটি হোস্টেলের গৃহকর্মী। তাঁর মাসিক বেতন ৫০০০ ইউয়ান। প্রতিবছরের শেষ দিকে অতিরিক্ত বোনাসও পেয়ে থাকেন তিনি। জানা গেছে, তেছিং জেলায় নিবন্ধিত হোস্টেলের সংখ্যা প্রায় ৯০০টি। আর এসব হোস্টেলে গৃহকর্মীদের সংখ্যা ৪০০০ জন। এ সম্পর্কে চেচিয়াং বিশ্ববিদ্যালয়ের গবেষক সিয়া সুয়ে মিন মনে করেন, হোস্টেলের গৃহকর্মী ব্যাপক জনপ্রিয় একটি নতুন পেশায় পরিণত হয়েছে। কারণ, এ পেশার মাধ্যমে আরো বেশি কমবয়সী বা মধ্যবয়সী কর্মী জন্মস্থানে নতুন চাকরির সুযোগ পাচ্ছেন। এ পেশা গ্রামাঞ্চলের উন্নয়নে নতুন প্রাণশক্তি যুগিয়েছে।

পরিবেশ সংরক্ষণ ও জ্বালানিসম্পদ খাতে কার্বন নিঃসরণ প্রশাসক, কার্বন পরিমাপ পর্যালোচক, এবং স্থাপত্যে জ্বালানিসম্পদ সঞ্চয় ও নির্গমন হ্রাস পরামর্শকসহ বিভিন্ন নতুন পেশার আবির্ভাবও ঘটেছে।

পরিবেশ সংরক্ষণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে ‘পরিচ্ছন্ন ও সবুজ জ্বালানিসম্পদ’-এর সাথে সংশ্লিষ্ট নতুন পেশাও সৃষ্টি হয়েছে। চীনের শানতুং প্রদেশের সার্কুলার ইকোনমি অ্যাসোসিয়েশনের কার্বন ব্যবসা কমিটির পরিচালক চেং চিংয়ের দৃষ্টিতে কার্বন নির্গমন প্রশাসক পেশার ভবিষ্যত সুউজ্জ্বল। আগামী কয়েক দশকের মধ্যে ‘কার্বন নিরপেক্ষতা’ অতি গুরুত্বপূর্ণ কাজ হিসেবে সারা বিশ্বে স্বীকৃত হবে।

তা ছাড়া, ইন্টারনেট শিল্পের দ্রুত উন্নয়নের কারণে অনেক ঐতিহ্যিক পেশাতে নতুন উন্নয়নের ছোঁয়া লেগেছে। এভাবে স্নাতক শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগও আরো বেড়েছে। ইংরেজি বিভাগের স্নাতক শিক্ষার্থী চাং নিং কোনো স্কুলে শিক্ষক হিসেবে যোগ দেননি, বরং অনলাইন পড়াশোনা প্ল্যাটফর্মের মাধ্যমে ছাত্রছাত্রীদের জন্য পরামর্শ ও পরিকল্পনা সেবা দিয়ে থাকেন। ২০২০ সালে তাঁর পেশাও একটি প্রমাণপত্র পেয়েছে, সেই পেশার নাম ‘অনলাইন পড়াশোনা পরিকল্পনাকারী’।

যারা নতুন পেশায় যোগ দেয়, তাদের চাকরি রাষ্ট্রীয় পর্যায়ের পেশার তালিকায় অন্তর্ভুক্ত করা অতি উত্সাহব্যাঞ্জক ব্যাপার। কারণ, সেটি সমাজের স্বীকৃতির প্রতীক। চীনের শানতুং প্রদেশের চিনান শহরের পানীয় তৈরির কর্মী সু ইউয়ে প্রতিদিন দোকানে ক্রেতাদের চাহিদা অনুসারে বিভিন্ন ধরন ও স্বাদের চা, কফি আর জ্যুস তৈরি করেন। ২০২১ সালে তাঁর এ পেশাও নতুন পেশা তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। সেটি সু’র জন্য অনেক আনন্দের ব্যাপার।

তেছিং জেলায় হোস্টেলের মালিক ইয়ান সিং তি বলেন, অতীতে যখন হোস্টেল প্রশাসক নিয়োগ দিতো, তখন তাদের দায়িত্ব সুনির্ধারিত থাকতো না। তাই প্রশাসক পেশাটিও সুচিহ্নিত ছিল না। বর্তমানে ‘হোস্টেলের প্রশাসক’ নতুন পেশা হিসেবে নির্ধারিত হয়েছে। ফলে, তাদের কাজ নির্দিষ্ট ও চিহ্নিত এবং তাঁরা প্রশিক্ষণও গ্রহণ করতে পারেন। এখন হোস্টেলে যারা প্রশাসক হিসেবে কাজ করেন, তারা তুলনামূলকভাবে বেশি দক্ষ।

বর্তমানে নতুন নতুন পেশার সৃষ্টি হওয়ায়, পেশাদারদের জন্য  প্রশিক্ষণ কোর্সও চালু হয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে লিয়াওনিং প্রদেশে জেলা ও শহরের শ্রমিকদের জন্য ভর্তুকিসহ পেশাগত প্রশিক্ষণ কোর্স চালু করা হবে।

নতুন পেশার তালিকা প্রকাশিত হওয়ার পর অনেকে মনে করেন, পেশার কর্মীদের সমান দক্ষতা নিশ্চিত করতে যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট পেশার যোগ্যতাপত্রের মান নির্ধারণ করা প্রয়োজন। এভাবে আরও বেশি কর্মী নতুন পেশায় যোগ দেওয়ার পর নিজেদের দক্ষতা ও মান উন্নত করতে পারবেন।

চীনের সমাজ ও মানবসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, নতুন পেশার সুষ্ঠু উন্নয়নে সংশ্লিষ্ট শিল্প পরিষদের নেতৃত্বের ভুমিকা পালন করা প্রয়োজন। এভাবে নতুন পেশার মান বজায় রাখা এবং কর্মীদের জন্য পেশাগত প্রশিক্ষণ দেওয়া সহজতর হবে। এতে নতুন পেশার কর্মীদের আত্মউন্নয়নের সুযোগও সৃষ্টি হবে।

সেরা ব্যক্তি গড়ে তুলতে সামাজিক মূল্যায়নও জরুরি। যাদের যোগ্যতা বেশি, তাদের যোগ্যতাপত্র দিতে হবে। সেরা ব্যক্তিদের চাহিদা ও বাজারের বাস্তব অবস্থার মধ্যে সমন্বয় করা প্রয়োজন। এভাবে নতুন পেশার কর্মীরা সামাজিক উন্নয়নে আরো বেশি অবদান রাখতে পারবেন।

সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, সময় দ্রুত চলে যায়, আজকের বিদ্যাবার্তা এ পর্যন্ত। আপনারা আমাদের অনুষ্ঠান সময়মতো শুনতে না পারলে আমাদের ওয়েবসাইটে শোনা যায়, আমাদের ওয়েবসাইট ঠিকানা Bengali.cri.cn,ফেসবুক অ্যাকাউন্ট CRIbanglaথেকেও প্রতি সোমবার আমাদের অনুষ্ঠান শোনা যায়। তাহলে এবার বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, আগামী সপ্তাহের একই দিনের একই সময় আবার কথা হবে, যাইচিয়ান। (সুবর্ণা/আলিম/মুক্তা)