মারুফ হাসানের সাক্ষাত্কার
2022-08-12 19:01:15

 আজকের ‘ঊর্মির বৈঠকখানা’-য় আমার সঙ্গে যোগ দিচ্ছেন মারুফ হাসান। তিনি ২০১৮ সালে চীনের উহান শহরের হুয়াজং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন প্রশাসন বিভাগে বৃত্তি নিয়ে মাস্টার্সে ভর্তি হন। তিনি ২০২০ সালে একই বিশ্ববিদ্যালয়ের একই বিভাগে চীনের সরকারি শিক্ষাবৃত্তিতে পিএইচডি কোর্সে ভর্তি হন। জনাব মারুফ চীনে অবস্থিত বাংলাদেশি শিক্ষার্থী ও পেশাজীবীদের স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ চায়না ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (www.bcysa.org)-এর বর্তমান সভাপতি এবং চীনে অধ্যয়নকারী বাংলাদেশি প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ চায়না অ্যালামনাই (www.abc-alumni.org)-এর যুগ্ন সম্পাদক। তিনি আরও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে সংযুক্ত ছিলেন। তো, চলুন কথা বলি তাঁর সঙ্গে।