সি চিন পিং: “পরিবারের ভাগ্যের সঙ্গে জড়িত রয়েছে দেশের ভাগ্য”
2022-08-12 10:00:05

২০২০ সালের ১৯ জানুয়ারি চীনের ঐতিহ্যবাহী বসন্ত উৎসবের প্রাক্কালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ইউয়াননান প্রদেশের থেং ছোং শহরের ছিং শুই উপজেলার সি মো লা ওয়া জাতির গ্রাম পরিদর্শন করেন। তখন তিনি গ্রামবাসীদের সঙ্গে বসে কথা বলেন। সে মুহূর্তের স্মৃতি এখনও ওই গ্রামের লি ফা শুনের মনে আছে।

 

কথাবার্তার সময় প্রেসিডেন্ট সি চিন পিং লি ফান শুনসহ গ্রামবাসীদের কাছে জানতে চেয়েছেন তারা ‘দারিদ্রমুক্ত হয়েছেন কি না এবং এখন তাদের আর কি কি উন্নয়ন চাহিদা রয়েছে?

 

গ্রামবাসী প্রেসিডেন্ট সিকে জানান, প্রবীণদের জীবন আরও ভালো হবে এবং দুটি বাচ্চা ভবিষ্যতে ভালো চাকরি পাবে বলে আমরা আশা করি। তাতেই আমরা সন্তুষ্ট হবো।

ওয়া জাতির ভাষায় সি মো লা শব্দটি মানে সুখী স্থান। এ গ্রামের আশেপাশে ঘিরে আছে পর্বতমালা। ২০২০ সালে প্রেসিডেন্ট সি চিন পিং যখন এখানে পরিদর্শনে আসেন। তখন সেখানকার তালিকাভুক্ত ১৬টি দরিদ্র পরিবারের ৭১ জনের সবাই দারিদ্রমুক্ত হয়েছে। গ্রামবাসীর মাথাপিছু আয় ১০ হাজার ইউয়ান ছাড়িয়েছে। প্রতিবন্ধী হয়ে দরিদ্র হয়েছেন লি ফা শুন। ২০১৭ সালে তিনি সরকারের সাহায্যে এবং নিজের চেষ্টায় দারিদ্রমুক্ত হয়েছেন। ২০১৯ সালে তার পরিবারের আয় ৪০ হাজার ইউয়ান ছাড়িয়েছে।

 

পরিদর্শনের সময় সি চিন পিং লি ফা শুনের পরিবারের দারিদ্রমুক্ত হওয়ার পর জীবন-যাপন সম্পর্কে যত্নশীল হন এবং নানা বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন। তিনি জিজ্ঞাস করেন যে, ‘আপনারা এখন কি করেন? প্রবীণদের শরীরের অবস্থা কেমন? ডাক্তার দেখাতে কোনো অসুবিধা আছে কি? দুটি বাচ্চা এখন কি লেখাপড়া করছে? কত খরচ হয়? এবং লেখাপড়ার ভর্তুকি পেয়েছেন কি?


লি ফা শুন’র বড় মেয়ে লি লিয়ান হুয়ান তখন ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। সে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে শোনার পর সি চিন পিং তাকে উত্সাহ দিয়ে বলেন, চেষ্টা চালালে কি না হয়।

 

লি লিয়ান হুয়ানের ছোট ভাই প্রেসিডেন্ট সি’র ডান পাশে বসে ছিল। সে তখন সিনিয়র স্কুলের তৃতীয় বর্ষে পড়ছিল। সে তার বড় বোনের মতো জীবনের পরিকল্পনা করেছে। সে বলেছে, ‘আমি সি ছুয়ান প্রদেশের আর্মড পুলিশ অফিসার একাডেমীতে ভর্তি হতে চাই”। সি চিন পিং প্রশংসা করে বলেন, “চমৎকার! পরে একজন আর্মড পুলিশ হবে। সেনা হতে চাইলে শরীরের অবস্থা ভালো থাকতে হয়। আমি তোমার সাফল্য কামনা করি”।

 

সি চিন পিং আরও বলেন, আপনাদের ছোট পরিবারের ভাগ্যের সঙ্গে দেশের ভাগ্য ঘনিষ্ঠভাবে যুক্ত রয়েছে। সার্বিকভাবে সচ্ছল সমাজ প্রতিষ্ঠা থেকে সার্বিক সমাজতান্ত্রিক আধুনিক দেশে পরিণতির সন্ধিক্ষণে আপনাদের বয়স খুবই উপযোগী। ভবিষ্যতে আপনারা সিপিসি ও দেশের কর্তব্য ধারণ করতে এবং জাতীয় ঐক্যকে বেগবান করতে অব্যাহতভাবে চেষ্টা চালাবেন বলে আমি প্রত্যাশা করি।

 

২০২১ সালে লি লিয়ান হুয়ান নিজের আশা পূরণ করেছেন। তিনি মাস্টার ডিগ্রি অর্জনের জন্য উত্তর জাতিগত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। লি লিয়ান বিন একজন আর্মড সেনায় পরিণত হয়েছেন। প্রেসিডেন্ট সি চিন পিং’র সাথে সেই কথাবার্তার দৃশ্য এখনও সবসময় লি লিয়ান হুয়ানের মনে পড়ে। তিনি বলেন, প্রেসিডেন্ট সি’র উত্সাহ আমার আস্থা বাড়িয়ে দেয়। আমি আরও সুন্দর জীবনের সূচনা করতে চাই।

 

বর্তমানে লি ফা শুন’র পরিবারের জীবন অধিক সুখী। সি মো ওয়া জাতির গ্রাম ৪-এ পর্যায়ের গ্রামীণ বৈশিষ্ট্যসম্পন্ন উপজেলা এবং জাতীয় ঐক্য ও গ্রামীণ পুনরুজ্জীবনের প্রতীকী স্থানে পরিণত করার চেষ্টা চালাচ্ছে। সি মো লা আশা থেকে বাস্তব ‘সুখী স্থানে’ পরিণত হয়েছে।