সম্প্রতি চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বাংলাদেশ সফর করেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সাথে দু’দেশের সহযোগিতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলাপ-আলোচনা করেন। তাঁর এবারের সফরের তাত্পর্য এবং মহামারী-উত্তর চীন-বাংলাদেশ সহযোগিতার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করব অধ্যাপক লাইলুফার ইয়াসমিনের সঙ্গে। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তা ছাড়া, তিনি বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে শিক্ষাদান করেন এবং পাঠ্যক্রম উন্নয়ন কমিটির সদস্য হিসেবে পরামর্শ দেন। তিনি যুক্তরাষ্ট্রের ড্যানিয়েল কে. ইনোয়ে এশিয়া-প্যাসিফিক কেন্টার ফর সিকিউরিটি স্টাডিজের সদস্য এবং চায়নিজ একাডেমি অফ সোশ্যাল সায়েন্সের সদস্য ছিলেন। চলুন, কথা বলি ড. লাইলুফার ইয়াসমিনের সঙ্গে।