প্রেমের পাখি
2022-08-11 15:30:33

 


আজকের অনুষ্ঠানে চীনের একজন জনপ্রিয় গায়কের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তার নাম লিন ই লুন। গায়কের পাশাপাশি তিনিও একজন অভিনেতা ও উপস্থাপক। গত শতাব্দীর ৯০ দশকে তিনি চীনের সবচেয়ে জনপ্রিয় গায়ক ছিলেন। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা তার কিছু সুন্দর গান শুনবো। অনুষ্ঠানের শুরুতে শুনুন লিন ই লুনের একটি জনপ্রিয় গান ‘আনন্দের দিকে যাও’।গান ১

 

লিন ই লুন ১৯৭০ সালে চীনের বেইজিংয়ের জন্মগ্রহণ করেন। তবে তিনি হ্যপেই প্রদেশের গ্রামে বড় হয়েছেন। ১৫ বছর বয়সে তিনি হ্যপেই গান ও নৃত্য দলে যোগ দেন। সেখানে তিনি নাচা ও গিটার বাজানো শিখেন। ১৯৮৮ সালে লিন ই লুন কুয়াও চৌ আর্টস ট্রুপে যোগ দেন এবং বেইজিং থেকে কুয়াংচৌ শহরে যান। কুয়াংচৌতে তিনি জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন ধরনের কাজ করেছেন। ১৯৯০ সালে তিনি কুয়াওচৌ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। পরে তিনি বলিভিয়ায় যান, সেখানে তিনি বাবুর্চি হিসেবে দুই বছর কাটান। কিন্তু তার মনে সবসময় গান গাওয়ার স্বপ্ন থাকতো। ১৯৯২ সালে লিন ই লুন চীনে ফিরে পেশাদার গায়ক হওয়ার জন্য চেষ্টা করেন।গান ২

 

চীনে ফেরার পর লিন ই লুন একজন সংগীত প্রযোজকের সঙ্গে দেখা করেন। এই প্রযোজকের সুপারিশে তিনি একটি সংগীত কোম্পানিতে যোগ দেন, তার গায়কের স্বপ্ন পূরণ হয়। ১৯৯৩ সালে লিন ই লুন তার প্রথম অ্যালবাম ‘প্রেমের পাখি’ প্রকাশ করেন। অ্যালবামের প্রধান গান ‘প্রেমের পাখি’ মুক্তির পরই বেশ জনপ্রিয় হয়ে ওঠে। গানটি সেই বছর চীনের সবচেয়ে জনপ্রিয় গানের পুরস্কার পায়। একসময়ে চীনের রাস্তায় অহরহ শোনা যেত তার এই গান। নতুন গায়ক হিসেবে তিনি দ্রুত সবার কাছে পরিচিত হন। বন্ধুরা, এখন লিন ই লুনের সেই জনপ্রিয় গান ‘প্রেমের পাখি’ শুনুন।গান ৩

 

১৯৯৪ সালে লিন ই লুন চীনের জাতীয় গায়ক প্রতিযোগিতায় অংশ নেন এবং রানার্স-আপ হন। ১৯৯৫ সালে তিনি চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় একটি অনুষ্ঠান—বসন্ত উত্সব গালায় পারফর্ম করেন এবং বেশ প্রশংসা পান। এরপর তিনি অনেকবার চীনা বসন্ত উত্সব গালার অংশগ্রহণ করেছেন। ১৯৯৫ সালে তিনি তার দ্বিতীয় অ্যালবাম ‘আবেগপূর্ণ গান’ প্রকাশ করেন। আগের অ্যালবামের মতো এই অ্যালবামও বেশ জনপ্রিয় হয়। একই বছর তিনি চীনের পক্ষ থেকে জাপান ও দক্ষিণ কোরিয়ার সংগীত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পরের বছর তিনি চীনে কনসার্ট ট্যুর আয়োজন করেন। বন্ধুরা, এখন শুনুন লিন ই লুনের দ্বিতীয় অ্যালবামের একটি জনপ্রিয় গান ‘১২টি ছোট শহর’।গান ৪

 

১৯৯৮ সালে লিন ই লুনের তৃতীয় অ্যালবাম মুক্তি পায়। অ্যালবামের গান ‘তোমার গল্প নিয়ে আমার সঙ্গে চলো’ বার্ষিক শ্রেষ্ঠ গানের পুরস্কার পেয়েছে। তিনিও তখনকার চীনের সবচেয়ে জনপ্রিয় গায়ক হয়েছেন। ১৯৯৮ সাল থেকে গানের পাশাপাশি তিনি টিভি অনুষ্ঠানে হোস্ট করা এবং টিভি নাটক ও চলচ্চিত্রে অভিনয় করা শুরু করেন। তার উপস্থাপিত টিভি শো এক সময় চীনে সবচেয়ে জনপ্রিয় টিভি বিনোদন অনুষ্ঠানে পরিণত হয়। বন্ধুরা, এখন শুনুন লিন ই লুনের একটি সুন্দর গান ‘ভালোবাসা ২০০০’।গান ৫

 

২০০০ সালের পর লিন ই লুন আরো কিছু অ্যালবাম প্রকাশ করেন, তার গানের শৈলী আরো বৈচিত্র্যময় হয়ে ওঠে। পপ সংগীতের পাশাপাশি তিনি চীনের লোকসংগীতকে গুরুত্ব দেন এবং লোকসংগীত রক্ষা ও প্রচার করার জন্য অনেক গান রচনা করেছেন। বন্ধুরা, এখন শুনুন লিন ই লুনের গাওয়া বেইজিংয়ের লোকসংগীত অনুসারে রচিত একটি গান ‘বেইজিংয়ের লোকসংগীত’।গান ৬

 

বন্ধুরা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা লিন ই লুনের আরেকটি সুন্দর গান ‘প্রেমিকা’ শুনবো। আশা করি, আপনারা তার গানগুলো পছন্দ করবেন।গান ৭

 

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।