“জ্বালানী খাতে সুশাসন ও সংস্কারের বিকল্প নেই”
2022-08-11 20:09:43

 


ব্যবসাপাতির ৮৬তম পর্বে যা থাকছে:

# জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নাগরিক জীবনে নাভিশ্বাস

# গ্রিনহাউজ ফার্ম করে ভাগ্য ফিরেছে চীনা কৃষকদের

 

এ সপ্তাহের সাক্ষাৎকার:

“’আমরা বলছি, দুর্নীতি এবং অপচয় কমিয়ে ঘাটতি সমন্বয় করার কৌশল গ্রহণ করা হোক। কিন্তু সরকার মূল্য বৃদ্ধি করে ঘাটতি পূরণের কৌশল গ্রহণ করেছে। এটা মূলত জ্বালানীতে ভর্তুকি প্রত্যাহার বা মূল্য বৃদ্ধির প্রধান কারণ। জ্বালানী তেলের দাম বৃদ্ধি এড়ানো যেতো। কারণ এড়ানোর জন্য ভোক্তা পর্যায়ে সাশ্রয়ী হওয়ার যে পরিকল্পনা নেওয়া হয়েছে, কিন্তু ব্যয় সংকোচনের কোন পরিকল্পনা গৃহিত হয়নি। মুনাফা বা অতিরিক্ত মুনাফা কমানো কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিভিন্ন পর্যায়ে সরকারের যে রাজস্ব আহরণ, সেটাও কমিয়ে আনা হয়নি।“

অধ্যাপক এম শামসুল আলম

জ্বালানী বিষয়ক উপদেষ্টা

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ -ক্যাব