আগস্ট ১১: চিত্রকলার দীর্ঘ ইতিহাসে, খনিজ ও উদ্ভিজ রঙ দিয়ে আঁকা থাংকা বিশ্বের একটি অদ্ভুত নান্দনিক কলা। এর রঙ হাজার হাজার বছর পরেও নতুনের মতো উজ্জ্বল থাকে।
এনগাওয়াং জিগমে ১৯৫৭ সালে লাসায় জন্মগ্রহণ করেন। তিনি শৈশব থেকেই শিল্প পছন্দ করতেন। তিব্বত বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত, ক্রীড়া ও শিল্পকলা বিভাগ থেকে স্নাতক হওয়ার পর, এনগাওয়াং জিগমে শিক্ষক হিসেবে একই বিশ্ববিদ্যালয়ে কাজ করতে শুরু করেন। তিব্বত বিশ্ববিদ্যালয় বিশেষভাবে তিব্বতি খনিজ এবং উদ্ভিজ রঙ উত্পাদন প্রযুক্তির একটি গবেষণা দল গঠন করে। এর লক্ষ্য এই প্রযুক্তিটি সংরক্ষণ করা। এ দলের মধ্যে নগাওয়াং জিগমেসহ চার জন বিশেষজ্ঞ রয়েছেন। অনেক প্রচেষ্টায়, তিব্বতীয় খনিজ ও উদ্ভিজ রঙ উত্পাদন প্রযুক্তি এখন একটি জাতীয় পেটেন্ট পেয়েছে এবং জাতীয় "বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য" তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।
৩০ বছরেরও বেশি সময় ধরে, দানবা রাওদান থেকে এনগাওয়াং জিগমে এবং তারপরে তাশি পর্যন্ত, তিনটি প্রজন্ম খনিজ ও উদ্ভিজ রঙের উত্তরাধিকার বহন করে আসছেন।
(ইয়াং/আলিম/ছাই)