ছিংতাওয়ে চীন ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীদ্বয়ের বৈঠক
2022-08-10 19:08:00

অগাষ্ট ১০: চীনা জাতীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (মঙ্গলবার) চীনের শাংতং প্রদেশের ছিংতাওয়ে দক্ষিণ কোরিয়ার সফররত পররাষ্ট্রমন্ত্রী পার্ক জিনের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে ওয়াং ই বলেন, দু’দেশের সম্পর্ক প্রতিষ্ঠিত হবার পর ৩০ বছর কেটে গেছে। এ পর্যায়ে একে অপরের সুপ্রতিবেশী হিসেবে দু’দেশকে পারস্পরিক আস্থা বাড়াতে হবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে হবে।

জবাবে পার্ক জিন বলেন, ক্রমবর্ধমান বৈশ্বিক অস্থিরতা ও পরিবর্তনের এই সময়ে দু’দেশের কৌশলগত সহযোগিতার সম্পর্ক জোরদার করা জরুরি। তাঁর দেশ চীনের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা, সমতা, সুবিধার ভিত্তিতে উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক সহযোগিতা উন্নয়ন করতে ইচ্ছুক।

বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, দু’দেশ যথাশীঘ্র সম্ভব দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের যৌথ কর্ম-পরিকল্পনা চুক্তি স্বাক্ষর করবে। তা ছাড়া, চলতি বছরেই দু’দেশের কূটনৈতিক বিভাগের উচ্চ পর্যায়ের কৌশলগত সংলাপ ও কূটনৈতিক নিরাপত্তা ‘২+২’ সংলাপ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। চীন-দক্ষিণ কোরিয়া অবাধ বাণিজ্য চুক্তির দ্বিতীয় পর্যায়ের আলোচনা দ্রুততর করার কথাও বৈঠকে ঘোষণা করা হয়। দু’দেশ শিল্পচেইনের স্থিতিশীলতাবিষয়ক সংলাপ চালাবে বলেও একমত হয়।

বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী সাংস্কৃতিক ও গণমাধ্যম খাতে যোগাযোগ ও সহযোগিতা জোরদার করতে এবং দু’দেশের মধ্যে আরও বেশি সরাসরি বিমান চালু করতে একমত হন। তাঁরা মনে করেন, পারস্পরিক নিরাপত্তা ও উদ্বেগের বিষয়ে গুরুত্ব দিতে হবে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)