নিরাপত্তা পরিষদে আফ্রিকার বিষয়ে তর্কবিতর্ক অনুষ্ঠিত
2022-08-10 14:42:23

অগাস্ট ১০: গতকাল (মঙ্গলবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে আফ্রিকার ক্ষমতা নির্মাণ-বিষয়ক তর্কবিতর্কে সংশ্লিষ্ট পরিস্থিতি ব্যাখ্যা করার সময় বলেন, আন্তর্জাতিক সমাজের উচিত সরকারি প্রশাসনের ক্ষমতা জোরদার করা, নিরাপত্তা বিভাগের দায়িত্ব পালনের ক্ষমতা উন্নীত করা, টেকসই উন্নয়নের ক্ষমতা বাড়ানো এবং মেধাশক্তির লালন-পালন ও বৃদ্ধি—এই চার দিক থেকে আফ্রিকান দেশগুলোর লক্ষ্যবস্তুতে সমর্থন দেওয়া।

 

গত সোমবার নিরাপত্তা পরিষদের চলতি মাসের পালাক্রমিক চেয়ারম্যান দেশ হিসেবে চীন “আফ্রিকার শান্তি ও নিরাপত্তা: ক্ষমতা নির্মাণ জোরদার ও স্থায়ী শান্তি বাস্তবায়ন” বিষয়ক উন্মুক্ত বিতর্কের আয়োজন করে। মুখপাত্র ওয়াং বলেন, এবারের সম্মেলনে আন্তর্জাতিক সমাজের উষ্ণতার প্রকাশ দেখা গেছে। অংশগ্রহণকারীরা চীনের উদ্যোগ এবং ভাষণের উচ্চ প্রশংসা করেছেন এবং আফ্রিকার শান্তিপূর্ণ উন্নয়নে চীনের অবদানের ইতিবাচক মূল্যায়ন করেছে। অংশগ্রহণকারী আফ্রিকান দেশগুলো মনে করে, এবারের সম্মেলন সময়মতো এতদাঞ্চলের গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে কথা বলেছে; যা আফ্রিকার জন্য চীনের ব্যাপক সমর্থনের প্রতিফলন।

(প্রেমা/তৌহিদ/শুয়েই)