দক্ষিণ সুদানের সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ রাজনৈতিক অন্তর্বর্তীকালের নানা কর্মসূচী এগিয়ে নেবে বলে আশা করে চীন
2022-08-10 10:32:46

অগাস্ট ১০: গতকাল (মঙ্গলবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, চীন আশা করে, দক্ষিণ সুদানের বিভিন্ন পক্ষ দেশ ও জনস্বার্থ বিবেচনা করে হাতে হাত রেখে রাজনৈতিক অন্তর্বর্তীকালীন নানা কর্মসূচী এগিয়ে নেবে এবং যত দ্রুত সম্ভব দেশের দীর্ঘমেয়াদী শান্তি বাস্তবায়ন করবে।

 

ওয়াং বলেন, বর্তমানে দক্ষিণ সুদানের রাজনৈতিক অন্তর্বর্তী প্রক্রিয়া নতুন গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। চীন বরাবরই সেদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভূখণ্ডের অখণ্ডতাকে সম্মান করে, জাতীয় পরিস্থিতির সঙ্গে সঙ্গতিপূর্ণ উন্নয়নের পথ অনুসন্ধানে দক্ষিণ সুদানকে সমর্থন করে, আন্তর্জাতিক সমাজের সঙ্গে অব্যাহতভাবে দক্ষিণ সুদানের রাজনৈতিক অন্তর্বর্তীকালীন প্রক্রিয়া এগিয়ে নিতে সক্রিয় অবদান রাখতে চায়।

উল্লেখ্য, সম্প্রতি দক্ষিণ সুদানের প্রধান রাজনৈতিক দল রাজনৈতিক ক্রান্তিকাল বাড়ানোর বিষয়ে চুক্তি স্বাক্ষর করেছে।

লিলি/তৌহিদ/শুয়ে