উন্নয়নশীল দেশগুলোর সন্ত্রাসদমনের ক্ষমতা বাড়াতে সহায়তা দিতে চীনের আহ্বান
2022-08-10 16:41:31


অগাস্ট ১০: গতকাল (মঙ্গলবার) জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি চাং চুন, নিরাপত্তা পরিষদের ‘সন্ত্রাসবাদ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি’ শীর্ষক প্রকাশ্য সম্মেলনে বলেন, উন্নয়নশীল দেশগুলো, বিশেষ করে আফ্রিকার দেশগুলোর সন্ত্রাসদমনের ক্ষমতা বাড়ানোর জন্য সহায়তা দেওয়া আবশ্যক।

চাং চুন বলেন, চীন বাস্তব পদক্ষেপের মাধ্যমে, আফ্রিকা ও মধ্য-এশিয়ার দেশগুলোর সন্ত্রাসদমনের ক্ষমতা বাড়াতে সহায়তা দিয়ে যাবে। আর এর লক্ষ্য হবে, কার্যকরভাবে সন্ত্রাসের হুমকি মোকাবিলা করা এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় অবদান রাখা। (ওয়াং হাইমান/আলিম/ছাই)