জাপান ‘পারমাণবিক অস্ত্রমুক্ত তিনটি নীতি’ মেনে চলবে বলে চীন আশা করে: বেইজিং
2022-08-10 19:03:33

অগাষ্ট ১০: গতকাল (মঙ্গলবার) পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ চুক্তি’র দশম পর্যালোচনা সম্মেলন নিউইয়র্কে আয়োজিত হয়। এর আগের দিন সোমবার জাপানি প্রতিনিধি সাংবাদিকদের বলেন, তাঁর দেশ ‘পারমাণবিক অস্ত্রমুক্ত তিনটি নীতি’ মেনে চলে এবং কখনও পারমাণবিক অস্ত্র বিনিময় করবে না। জবাবে চীনা প্রতিনিধি বলেন, জাপান নিজের প্রতিশ্রুতি রক্ষা করবে বলে বেইজিং আশা করে।

জাপানি প্রতিনিধি আরও বলেন, ‘পারমাণবিক অস্ত্রমুক্ত তিনটি নীতি’ হলো জাপান সরকারের মৌলিক নীতি। কোনো কোনো বেসরকারি জাপানি বিশেষজ্ঞ পারমাণবিক অস্ত্র বিনিময়ের প্রস্তাব করেছেন। তবে, এটি জাপান সরকারের নীতি নয়। (ছাই/আলিম/ওয়াং হাইমান)