বিভিন্ন পক্ষকে ইরানের পরমাণু ইস্যুর অমীমাংসিত সমস্যা সমাধানের পথ খোঁজার আহ্বান জানায় চীন
2022-08-10 14:41:26

অগাস্ট ১০: গতকাল (মঙ্গলবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন ইরানের পরমাণু-বিষয়ক সার্বিক চুক্তি পুনরুদ্ধারের আলোচনা সম্পর্কে বলেন, বর্তমানে বিভিন্ন পক্ষ চুক্তি পুনরুদ্ধারের অধিকাংশ বিষয়ে মতৈক্য পৌঁছেছে, শুধু স্বতন্ত্র বিষয় অধিকতর পরামর্শের মাধ্যমে সমাধান করা দরকার। চীন বিভিন্ন পক্ষকে সংলাপ-আলোচনায় অবিচল থেকে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ইতিবাচকভাবে অমীমাংসিত সমস্যা সমাধানের পথ খোঁজার আহ্বান জানায়।

 

এর পাশাপাশি তিনি বলেন, ইরানের পরমাণু সংকটের সূচনাকারী হিসেবে যুক্তরাষ্ট্রের উচিত যত তাড়াতাড়ি সম্ভব রাজনৈতিক সিদ্ধান্তের আলোকে ইতিবাচকভাবে ইরানের যৌক্তিক উদ্বেগে সাড়া দিয়ে আলোচনার সুফল অর্জন জোরদার করা।

(প্রেমা/তৌহিদ/শুয়েই)