মার্কিন ‘চিপস ও বিজ্ঞান আইনে’ বিশ্ব বাণিজ্যিক শৃঙ্খলায় সমস্যার বিষয়ে চীনের প্রতিবাদ
2022-08-10 11:05:32

অগাস্ট ১০: সম্প্রতি মার্কিন সরকারে ‘চিপস ও বিজ্ঞান আইন’ গৃহীত হয়েছে। এ আইন চীনসহ সংশ্লিষ্ট দেশের সঙ্গে অন্যায় প্রতিযোগিতা চালু করেছে, বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধার ও নব্যতাপ্রবর্তনে বাধা দিয়েছে; যুক্তরাষ্ট্রের এই আচরণের দৃঢ় প্রতিবাদ জানিয়েছে চীনের আন্তর্জাতিক বাণিজ্য প্রচার কাউন্সিল (সিসিপিআইটি) এবং চীনের আন্তর্জাতিক বাণিজ্য পরিষদ (সিআইসিসি)।

জানা গেছে, মার্কিন ‘চিপস ও বিজ্ঞান আইন’ ২০২২ চিপস বিলে বলা হয়, মার্কিন চিপস শিল্পের জন্য ব্যাপক ভর্তুকি, সেমিকন্ডাক্টর এবং সরঞ্জাম নির্মাণসহ বিভিন্ন খাতে পুঁজি বিনিয়োগ শুল্কমুক্ত করাসহ ধারাবাহিক সুবিধা দেওয়া হবে, যাতে সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রে উত্পাদন কারখানা স্থাপন করতে পারে। এই নিয়ম বিদেশি শিল্পপ্রতিষ্ঠানের জন্য বৈষম্য, যা সেমিকন্ডাক্টর খাতে আন্তর্জাতিক কাঠামোর জন্যও বিরক্তি সৃষ্টি করেছে। এতে বিশ্বের বিভিন্ন দেশের শিল্পপ্রতিষ্ঠানের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে।

মার্কিন চিপস আইনের নেতিবাচক প্রভাব ঠেকাতে বিশ্বের বাণিজ্যিক শিল্প মহলকে আহ্বান জানায় চীন, যাতে প্রয়োজনীয় পদক্ষেপের মাধ্যমে বৈধ অধিকার রক্ষা করা যায়।

(সুবর্ণা/তৌহিদ/শুয়ে ফেই ফেই)