পেলোসির কথিত তাইওয়ান সফর হচ্ছে গুরুতর রাজনৈতিক উস্কানি: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়
2022-08-10 19:09:07


অগাস্ট ১০: মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির কথিত তাইওয়ান সফর হচ্ছে একটি গুরুতর রাজনৈতিক উস্কানি। আজ (বুধবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।

তিনি বলেন, পোলোসি হচ্ছেন মার্কিন সরকারের তৃতীয় সর্বোচ্চ কর্মকর্তা। তিনি মার্কিন সামরিক বিমানে চড়ে তাইওয়ানে কথিত সফর করেছেন। তিনি নিজেই তাইওয়ানে বলেছেন যে, এ সফর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। এমনকি, এই কথিত সফরের মাধ্যমে তাইওয়ান-যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নততর হয়েছে বলেও মন্তব্য করেছে ‘মিনচিন’ পার্টি।

মুখপাত্র সংশ্লিষ্ট সংবাদদাতাদের প্রশ্নের জবাবে বলেন, চীন সবসময় পোলোসির এই কথিত তাইওয়ান সফরের বিরোধিতা করে এসেছে। এই আচরণ ‘চীন ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা সংক্রান্ত বিজ্ঞপ্তিতে’ উল্লেখিত শুধু ‘তাইওয়ানের সাথে বেসরকারি সম্পর্ক বজায় রাখার’ প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে। আন্তর্জাতিক সমাজে ব্যাপকভাবে স্বীকৃত ও জাতিসংঘ সাধারণ পরিষদের ২৭৫৮ নম্বর প্রস্তাবে চিহ্নিত ‘এক চীননীতি এবং জাতিসংঘ সনদে চিহ্নিত অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না-করার আন্তর্জাতিক আইনও লঙ্ঘিত হয়েছে এই সফরের মাধ্যমে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)