এক রকেটে ১৬ কৃত্রিম উপগ্রহ কক্ষপথে পাঠালো চীন
2022-08-10 16:56:00


অগাস্ট ১০: আজ (বুধবার) দুপুর ১২টা ৫০ মিনিটে চীনের থাই ইউয়ান উপগ্রহ উত্ক্ষেপণকেন্দ্র থেকে লংমার্চ-৬ পরিবাহক-রকেটের সাহায্যে একসঙ্গে ১৬টি কৃত্রিম উপগ্রহ কক্ষপথে পাঠায় চীন।

১৬টি উপগ্রহের মধ্যে আছে ‘চিলিন-১ কাওফেন ০৩ডি০৯’ এবং ‘ইয়ুনইয়াও-১ ০৪-০৯’। উত্ক্ষেপণের নির্ধারিত সময় পর উপগ্রহগুলো নির্দষ্ট কক্ষপথে প্রবেশ করে। এটি ছিল, লংমার্চ পরিবাহক-রকেট সিরিজের ৪৩২তম মিশন। (ওয়াং হাইমান/আলিম/ছাই)