জুলাই মাসে চীনের সিপিআই বেড়েছে ২.৭ শতাংশ
2022-08-10 17:23:19

আগস্ট ১০: গত জুলাই মাসে চীনের জাতীয় ভোক্তা মূল্যসূচক (সিপিআই) গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ২.৭ শতাংশ; আর আগের মাস তথা জুন মাসের তুলনায় বেড়েছে ০.২ শতাংশ। আজ (বুধবার) চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো এ তথ্য জানায়।

চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর সিনিয়র পরিসংখ্যানবিদ ডং লিচিউন বলেন, জুলাই মাসে মাংস ও তাজা শাকসবজি এবং অন্যান্য খাবারের দাম বাড়ার কারণেই মূলত সিপিআই বেড়েছে।

পরিসংখ্যান অনুসারে, জুলাই মাসে খাদ্যের দাম আগের বছরের একই সময়ের তুলনায় ৬.৩ শতাংশ বেড়েছে। আর খাদ্যপণ্যের মধ্যে, তাজা ফল ও সবজির দাম যথাক্রমে ১৬.৯% ও ১২.৯% বেড়েছে; আর শস্য, মুরগির মাংস, ডিম ও ভোজ্য উদ্ভিজ্জ তেলের দাম বেড়েছে ৩.৪% থেকে ৭.৪%-এর মধ্যে।

এ ছাড়া, জুলাই মাসে অ-খাদ্য পণ্যের দাম আগের বছরের একই সময়ের তুলনায় ১.৯ শতাংশ বেড়েছে। এর মধ্যে পেট্রোল, ডিজেল, ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম বেড়েছে যথাক্রমে ২৪.৬%, ২৬.৭% ও ২২.৪%।

এদিকে, জুলাই মাসে দেশে ও বিদেশে বিভিন্ন কারণে শিল্পপণ্যের দাম সামগ্রিকভাবে কমে যায়। এসময় জাতীয় শিল্প উত্পাদক মূল্যসূচক (পিপিআই) আগের বছরের একই সময়ের তুলনায় ৪.২% বৃদ্ধি পায় এবং জুন মাসের তুলনায় ১.৯ শতাংশ হ্রাস পায়। (ইয়াং/আলিম/ছাই)