চীন বৈশ্বিক অর্থনীতির অন্যতম চালিকাশক্তিতে পরিণত হয়েছে: বিশ্বব্যাপী জরিপে অংশগ্রহণকারীতের অভিমত
2022-08-10 15:33:14

অগাস্ট ১০: পাঁচটি মহাদেশের ২২টি দেশে পরিচালিত একটি বৈশ্বিক মতামত জরিপে অংশগ্রহণকারীদের অধিকাংশই গত দশ বছরে অর্জিত চীনা উন্নয়নের প্রশংসা করেছেন। জরিপে অংশগ্রহণকারীদের ৭৮.৩৪ শতাংশ বিশ্বাস করেন যে, চীনা অর্থনীতি ইতোমধ্যেই বিশ্ব অর্থনীতির অন্যতম চালিকাশক্তিতে পরিণত হয়েছে; চীনা অর্থনীতি বৈশ্বিক অর্থনীতিতে আস্থার যোগান দিয়ে চলেছে।

‘নতুন যুগের চীন’ শীর্ষক এই বৈশ্বিক জনমত জরিপ হচ্ছে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র ‘সিজিটিএন’ থিঙ্ক ট্যাঙ্ক এবং চীনের গণ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও জনমতসংক্রান্ত প্রাকৃতিক পরিবেশ গবেষণালয়ের যৌথ প্রচেষ্টা।  উত্তরদাতাদের মধ্যে কেবল যে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া এবং সিঙ্গাপুরসহ উন্নত দেশগুলো রয়েছে তা নয়, আরও রয়েছে  ব্রাজিল, আর্জেটিনা, মেক্সিকো, থাইল্যান্ড, ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, মিসর, নাইজেরিয়া, কেনিয়া ও  দক্ষিণ আফ্রিকাসহ উন্নয়নশীল দেশসমূহও। ফলাফল থেকে দেখা গেছে যে, চীনা অর্থনীতির সাফল্যের প্রশংসাকারীদের মধ্যে ৯১.৪৬ শতাংশ আফ্রিকান, ইউরোপের অংশগ্রহণকারীরা আছেন ঠিক পেছেনে—৮১.৬০ শতাংশ। এক্ষেত্রে উত্তর আমেরিকানরা আছেন ৭৮.০৯ শতাংশ নিয়ে তৃতীয় স্থানে।

‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগসংশ্লিষ্ট দেশগুলোর লোকসংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার ৬০ শতাংশ। বৈশ্বিক অর্থনীতির মোট পরিমাণের ৩০ শতাংশও এ অংশে। এবারের জরিপে দেখা গেছে যে, ‘এক অঞ্চল, এক পথ’-এর সাথে থাকা দেশগুলোর জনতা চীনের অর্থনীতির উচ্চ প্রশংসা করেছেন। ৮৪.১৩ শতাংশ উত্তরদাতা চীনা অর্থনীতির প্রশংসা করেছেন। আর উন্নত দেশগুলোর সাথে তুলনা করলে, উন্নয়নশীল দেশগুলোর উত্তরদাতারা জরিপে চীনা অর্থনীতির ওপর অধিক আস্থা প্রকাশ করেছেন; তাদের সংখ্যা ৮৪.০২ শতাংশ।

বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত উন্নয়নের প্রেক্ষাপটে, চীনের প্রযুক্তিগত অগ্রগতি বিশ্বব্যাপী উত্তরদাতাদের ওপর গভীর ছাপ ফেলেছে। উত্তরদাতারা চীনের ‘পঞ্চম প্রজন্মের মোবাইল টেলিযোগাযোগ প্রযুক্তির উন্নয়ন’ দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছেন। এর মধ্যে আফ্রিকার ৭৩.৮৭ শতাংশ উত্তরদাতা রয়েছেন। এরপরই আছে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’ ও ‘দ্রুতগতির ট্রেন’-এর অবস্থান। (ওয়াং হাইমান/আলিম/ছাই)