বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনের ভিসা প্রদান কার্যক্রম শুরু
2022-08-10 19:33:09

ঢাকা, আগস্ট ১০: দীর্ঘ আড়াই বছর পর বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রদান কার্যক্রম শুরু করেছে চীন। বাংলাদেশে আটকে পড়া শিক্ষার্থীদের চীনে ফিরিয়ে নিতে জোর প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস। পাশাপাশি ফ্লাইট ভাড়া কমিয়ে আনতেও পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে চীনা দূতাবাস। চীনা দূতাবাস ঘুরে এসে বিস্তারিত জানিয়েছেন চীন আন্তর্জাতিক বেতারের প্রতিবেদক।

অবশেষে সাঙ্গ হলো দীর্ঘদিনের অপেক্ষার পালা। করোনাভাইরাসের কারণে চীনে ফিরতে না পারায় বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে যে অনিশ্চয়তার দোলাচল শুরু হয়েছিল, চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'র ঢাকা সফরে কেটে গেছে সেই কালো মেঘ। শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ভিসাপ্রদান কার্যক্রম।

বাংলাদেশের শিক্ষার্থীদের নিয়ে শীঘ্রই চীনের উদ্দেশ্যে রওনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট। বাংলাদেশের সাথে চীনের ফ্লাইট সংখ্যা বাড়ানোর জন্য কাজ করে যাচ্ছেন দুই দেশের কর্মকর্তারা। বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের মিনিস্টার কাউন্সিলর এবং ডেপুটি চিফ অব মিশন ইয়ান হুয়ালং চীন আন্তর্জাতিক বেতারকে এই তথ্য জানিয়েছেন।

করোনা মহামারিতে বাংলাদেশে আটকে পড়া শিক্ষার্থীদের দ্রুত ফিরিয়ে নিতে চীনা দূতাবাস বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। সম্প্রতি চীনা পররাষ্ট্রমন্ত্রী ও স্টেট কাউন্সিলর ওয়াং ই'র বাংলাদেশ সফরের সময়ে হওয়া সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের ভিসা প্রদান কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান চীনা দূতাবাসের এই উর্ধতন কর্মকর্তা।

বর্তমান বিমান ভাড়া অনেক বেশি উল্লেখ করে এটি কমিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে চীনা দূতাবাস কাজ করছে বলেও জানান তিনি।

হুয়ালং ইয়ান বলেন, ‘বর্তমান যে বিমান ভাড়া আছে সেটি নিয়ে আমরা নিজেরাও উদ্বিগ্ন। আমি যতদূর জানি বর্তমান সময়ে বিমান ভাড়া এক লাখ টাকারও বেশি।  বিষয়টি সম্পর্কে আমরা অবগত আছি। কীভাবে ফ্লাইট সংখ্যা বাড়ানো যায়, কীভাবে বিমান ভাড়া কমিয়ে আনতে  আমরা একসঙ্গে কাজ করতে পারি এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমরা কাজ করছি। বিমানের ভাড়া কমিয়ে আনতে চাটার্ড ফ্লাইট ব্যবস্থা চালু নিয়েও আলোচনা চলছে। মোট কথা বিমানের ভাড়া কমিয়ে এনে কীভাবে বাংলাদেশের শিক্ষার্থীদের চীনে পাঠানো যায় আমরা সেটি নিয়ে কাজ করছি।’

এদিকে দীর্ঘ আড়াই বছর অপেক্ষার পর প্রথম স্লটেই ভিসা পেয়ে নিজেদের উচ্ছাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

পর্যায়ক্রমে বাংলাদেশে অপেক্ষমান সব শিক্ষার্থীকে চীনে ফিরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে চীনা দূতাবাস।

তানজিদ/শান্তা

ছবি: সিএমজি বাংলা