বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী চাং জি লিনের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।
চাং জি লিন, ১৯৭১ সালের ২৭ অগাস্ট চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি হলেন হংকংয়ের কণ্ঠশিল্পী এবং একজন অভিনেতা।
১৯৯১ সালে তিনি প্রথম অ্যালবাম ‘আধুনিক প্রেমের গল্প’ প্রকাশ করেন। একই বছর তিনি ‘আধুনিক প্রেমের গল্প’ গানটির জন্য হংকংয়ের ‘টপ টেন চায়নিস সং আওয়াডর্স’ লাভ করেন। এরপর তিনি ‘আমাকে খুশি করাও’ নামের অ্যালবাম প্রকাশ করেন।
১৯৯৩ সালে চাং জি লিন প্রথমবারের মতো টিভি সিরিজে অভিনয় করেন। ১৯৯৪ সালে তিনি ‘The Legend of the Condor Heroes’ নামের টিভি সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করেন এবং এই সিরিজের থিম সংয়ে কণ্ঠ দেন।
বন্ধুরা, এখন শুনুন চাং জি লিনের গান ‘জীবন গানের মত’। গানের কথায় বলা হয়, তোমাকে ভালোবেসেছি, কিভাবে মনের আদর্শ জানাই। যেন অরুণ দেখার মতো আনন্দিত হই। তুমি আমার কোলে, কত খুশি হই। হয়তো তোমার সঙ্গে এই জীবন অনেক ছোট।
আচ্ছা, শুনুন গানটি।
প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন চাং জি লিনের গান ‘তোমার শুভকামনা’। গানের কথায় বলা হয়, শোনো, তুমি আমাকে ডাকছো। দেখো, কেন চুপচাপ থাকো। তুমি চলে গেছো, তুমি চলে আসো, তবে আমি এখনো তোমাকে ভালোবাসি। যদি সে আমার চেয়ে ভালো, তাহলে আমি দূর থেকে তোমাকে শুভকামনা জানাই।
আচ্ছা, শুনুন গানটি।
প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন চাং জি লিনের কণ্ঠে ‘আধুনিক যুগের প্রেমের গল্প’। গানের কথাগুলো এমন: বিদায়ের ভুল নেই। চলে যেতে চাইলে ব্যাখ্যার দরকারও নেই। আধুনিক যুগে, চিরদিনের কথা বোকার মতো ব্যাপার। সারা জীবনের মত দিতে পারবো? আমাদের প্রেম যেন যাত্রার অর্ধেকের অনুভূতি, যত ভালোবাসলে তত ব্যথা হবে।
আচ্ছা, শুনুন গানটি।
প্রিয় শ্রোতাবন্ধুরা, এবারে শুনুন চাং জি লিনের গান ‘স্বপ্ন বিচ্ছেদ’। গানের কথাগুলো এমন: দুর্বল বাতাস বিরক্ত হচ্ছে, কীভাবে অদৃশ্য হয়ে যাচ্ছে এই প্রেম থেকে যাক। বিদায়ের এই দুঃখ, কীভাবে কেটে যায়। লম্বা লম্বা রাতে, তোমার অশ্রুর যেন শেষ নেই।
আচ্ছা, শুনুন গানটি।
শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী চাং জি লিনের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।
(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)