যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে: চীনা এনজিও
2022-08-09 19:42:43

অগাষ্ট ৯: চীনা মানবাধিকার গবেষণা সমিতি আজ (মঙ্গলবার) ‘যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে’ শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের কারণেই মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুদ্ধ চলছে এবং সংঘাত ও নিরাপত্তার দ্বিধাদ্বন্দ্বে আটকে আছে। স্থানীয় জনগণের জীবন, স্বাস্থ্য, ব্যক্তিগত মর্যাদা ও ধর্মীয় বিশ্বাসের মুক্তির অধিকার এবং সেইসাথে তাদের জীবনধারণ ও উন্নয়নের অধিকার মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যেকটি অভিযোগ তোলা হয়েছে, সেগুলোর কয়েকটি এমন: যুদ্ধ লাগিয়ে দেওয়া, সাধারণ মানুষ হত্যা করা, জীবনের অধিকার ও বেঁচে থাকার অধিকার লঙ্ঘন করা, একতরফা নিষেধাজ্ঞা আরোপ, উন্নয়নের অধিকার হরণ, সভ্যতার সংঘর্ষ সৃষ্টি করা, নির্যাতন, ধর্মীয় বিশ্বাসের স্বাধীনতা ও মানবিক মর্যাদার লঙ্ঘন করা, ইত্যাদি।

প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য ও অন্যান্য স্থানে স্থানীয় জনগণের মৌলিক মানবাধিকার গুরুতরভাবে লঙ্ঘন করেছে এবং এসব দেশ ও জনগণের স্থায়ী ক্ষতি করেছে।  (ছাই/আলিম/ওয়াং হাইমান)