চীন-আফ্রিকা সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রের মন্তব্য গুরুত্বপূর্ণ নয়: বেইজিং
2022-08-09 19:32:50

অগাষ্ট ৯: চীন-আফ্রিকা সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রের কোনো মন্তব্য গুরুত্বপূর্ণ নয়। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

তিনি বলেন, আফ্রিকার বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার অধিকার চীনের আছে। আফ্রিকার জরিপ সংস্থা আফ্রোব্যারোমিটার কর্তৃক প্রকাশিত প্রতিবেদন অনুসারে, সাম্প্রতিক এক জরিপে অংশগ্রহণকারীদের ৬৬ শতাংশ বিশ্বাস করেন যে, আফ্রিকায় চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব ইতিবাচক।

মুখপাত্র আরও বলেন, চীন আফ্রিকাকে সঙ্গে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। চীন চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের অষ্টম মন্ত্রী পর্যায়ের সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছে। আফ্রিকান জনগণ সঠিক নির্বাচন করতে পারেন।

উল্লেখ্য, সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন অন্যান্য দেশকে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে একটিকে বেছে নেওয়ার দাবি জানান। একই দিনে হোয়াইটহাউস এক বিবৃতিতে বলে, চীন আফ্রিকাকে ‘তার নিজস্ব সংকীর্ণ বাণিজ্যিক ও ভূ-রাজনৈতিক স্বার্থ’ হাসিলের জন্য ব্যবহার করছে। আফ্রিকান নাগরিক ও সরকারগুলোর সাথে মার্কিন সম্পর্ক দুর্বল করার জন্য কাজ করছে চীন।  (ছাই/আলিম/ওয়াং হাইমান)