যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ চ্যানেল বন্ধ করেছে চীন
2022-08-09 10:31:47

অগাস্ট ৯: মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সাথে কয়েকটি খাতের সংলাপ বন্ধ করে দিয়েছে চীন। এ বিষয়ে গতকাল (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বলেন, সংলাপ ও বিনিময়ে আন্তরিকতার প্রয়োজন। ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরে যুক্তরাষ্ট্রকে কঠোর নিন্দা জানায় চীন।

 

চীনা মুখপাত্র ওয়াং বলেন, মার্কিন পক্ষের উচিত নিজের আত্মসমালোচনা করা, ভুল আচরণ সংশোধন করা এবং অবিলম্বে ‘তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের’ সমর্থন দেওয়া বন্ধ করা। তাইওয়ান ইস্যুর অজুহাতে চীনকে প্রতিরোধের অপচেষ্টা সফল হবে না বলে উল্লেখ করেন তিনি।

(সুবর্ণা/তৌহিদ/শুয়ে ফেই ফেই)