জাতিসংঘ মহাসচিবের আহ্বানের প্রশংসা করে চীন
2022-08-09 10:55:34

অগাস্ট ৯: সম্প্রতি জাপানের হিরোশিমা শান্তি স্মারক অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরহিস সংশ্লিষ্ট পক্ষগুলোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারে ‘প্রথম না-হওয়া’ এবং অ-পারমাণবিক দেশের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করার হুমকি বা ভয় না-দেখানোর প্রতিশ্রুতি দেওয়ার আহ্বান জানান। গতকাল (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন তাঁর এই আহ্বানের প্রশংসা করেন।


তিনি বলেন, পরমাণু অস্ত্রের অধিকারী হবার প্রথম দিন থেকে চীন সার্বিক ও সম্পূর্ণভাবে পরমাণু অস্ত্র ধ্বংস করার উদ্যোক্তা এবং সবসময় বা যে কোনো পরিস্থিতিতে প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার না-করার নীতি মেনে চলে। এ ছাড়া চীন পাঁচটি পরমাণু অস্ত্রধারী দেশের মধ্যে এমন প্রতিশ্রুতি দেওয়া একমাত্র দেশ। 

তিনি বলেন, চীন অন্যান্য পরমাণু অস্ত্রধারী দেশকে একই নীতি মেনে যৌথভাবে বিশ্বের কৌশলগত স্থিতিশীলতা রক্ষা করা এবং কার্যকরভাবে পরমাণু সংকট কমানোর তাগিদ দেয়।


(প্রেমা/তৌহিদ/শুয়েই)