বর্তমান উত্তেজনাময় পরিস্থিতির জন্য দায়ী যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তি: বেইজিং
2022-08-09 19:34:45

অগাষ্ট ৯: তাইওয়ান প্রণালীর বর্তমান উত্তেজনাময় পরিস্থিতির জন্য দায়ী যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তি। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

ওয়াং ওয়েন পিন বলেন, তাইওয়ান হলো চীনের একটি অংশ। চীনের সার্বভৌমত্ব কখনও ক্ষুন্ন হয়নি বা দেশের কোনো ভূখন্ডও কখনও বিচ্ছিন্ন হয়নি। ‘এক চীননীতি’ মেনে চলা হলো তাইওয়ান প্রণালীর স্থিতিশীলতা বজায় রাখার একমাত্র পদ্ধতি।  

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র চীন-মার্কিন তিনটি যৌথ ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে। এ পর্যন্ত যুক্তরাষ্ট্র তাইওয়ানে ৭০ বিলিয়ান মার্কিন ডলারের অস্ত্র বিক্রয় করেছে। বর্তমান মার্কিন সরকার তাইওয়ানে ১.১ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রয় করেছে।

মুখপাত্র বলেন, চীন আন্তর্জাতিক সমাজের সঙ্গে দৃঢ়ভাবে ‘এক চীননীতি’ রক্ষা করে যাবে এবং দেশের সার্বভৌমত্ব সুরক্ষিত রাখবে।

উল্লেখ্য, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সম্প্রতি এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ৪০ বছরেরও বেশি সময় ধরে বিদ্যমান তাইওয়ান প্রণালীর স্থিতাবস্থা পরিবর্তনের জন্য বেইজিং দায়ী, যুক্তরাষ্ট্র নয়। (ছাই/আলিম/ওয়াং হাইমান)