মঙ্গোলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওয়াং ই’র বৈঠকে বিভিন্ন বিষয়ে মতৈক্য
2022-08-09 19:03:39


অগাস্ট ৯: উলানবাটোরে মঙ্গোলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র বৈঠকে বিভিন্ন বিষয়ে মতৈক্য হয়েছে। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে তাঁরা এ কথা জানান।

তাঁরা বলেন, বর্তমানের জটিল ও অস্থির আন্তর্জাতিক পরিস্থিতিতে, চীন ও মঙ্গোলিয়া একটি অভিন্ন ভাগ্যের ভবিষ্যত গড়ার চেষ্টা করছে। দুই দেশ ‘এক অঞ্চল, এক পথ’ প্রস্তাবের সাথে মঙ্গোলিয়ার ‘প্রেইরি রোড’ পরিকল্পনাকে এবং চীনের বৈশ্বিক উন্নয়ন প্রস্তাবের সাথে মঙ্গোলিয়ার ‘নতুন পুনরুজ্জীবন নীতি’-র গভীর সংযুক্তির জন্য কাজ করে যাবে।

তাঁরা আরও বলেন, দু’পক্ষ স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি পারস্পরিক সম্মানের ভিত্তিতে একে অপরের প্রতি দৃঢ় সমর্থন অব্যাহত রাখবে। চীন মঙ্গোলিয়ায় স্থিতিশীলতা বজায়  রাখতে সহায়তা করছে, উন্নয়নে সহযোগিতা করছে। চীন ‘এক চীননীতি’র প্রতি সমর্থন এবং তাইওয়ান, তিব্বত, সিনচিয়াং, হংকংসহ চীনের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করায় মঙ্গোলিয়ার প্রশংসা করে।

তা ছাড়া, সীমান্ত সহযোগিতা জোরদার এবং অর্থ-বাণিজ্য, বিনিয়োগ, খনিজ সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তি, কৃষি ও পশুপালনসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতেও দু’পক্ষ একমত হয়েছে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)