উত্ক্ষেপণকেন্দ্রে পোঁছেছে ‘মেংথিয়ান’ মহাকাশ-গবেষণাগার
2022-08-09 18:45:35

অগাস্ট ৯: চীনের মানববাহী মহাকাশযান কার্যালয়ের তথ্য অনুসারে, চীনা মহাকাশকেন্দ্রের দ্বিতীয় মহাকাশ-গবেষণাগার ‘মেংথিয়ান’ সম্প্রতি ওয়েনচাং মহাকাশযান উত্ক্ষেপণকেন্দ্রে পৌঁছেছে।

উত্ক্ষেপণের আগে আগামী কয়েকদিন সংশ্লিষ্ট পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। বর্তমানে উত্ক্ষেপণকেন্দ্রের বিভিন্ন সরঞ্জাম ভালো অবস্থায় রয়েছে এবং বিভিন্ন সিস্টেম সুশৃঙ্খলভাবে কাজ করছে।

উল্লেখ্য, আগামী অক্টোবরে ১৭ মিটার লম্বা ও ২০ মেট্রিক টন ওজনের ‘মেংথিয়ান’-কে মহাকাশকেন্দ্রে সংযুক্ত হবার জন্য উত্ক্ষেপণ করা হবে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)