চীনের সিনচিয়াং প্রশাসনের কৌশল নিয়ে চীনে নিযুক্ত ইসলামিক দেশগুলোর কূটনৈতিক মিশনের প্রশংসা
2022-08-09 10:57:59

অগাস্ট ৯: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন গতকাল (সোমবার) চীনে ইসলামিক দেশগুলোর কূটনৈতিক মিশনের সিনচিয়াং সফরের বিষয়ে তুলে ধরেছেন।

তিনি বলেন, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা জনগণকে কেন্দ্র করে চীন সরকারের সিনচিয়াং প্রশাসন কৌশলের প্রশংসা করেছেন। অর্থনীতির উন্নয়ন ও জাতীয় ঐক্যসহ বিভিন্ন ক্ষেত্রে সিনচিয়াংয়ের বিশাল প্রচেষ্টা ও অর্জিত সাফল্যের প্রশংসাও করেন তারা।

১ থেকে ৫ অগাস্ট পর্যন্ত চীনে ইসলামিক দেশগুলোর কূটনৈতিক মিশন সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সফর করেন। আলজেরিয়া, গিনি-বিসাউ, মৌরিতানিয়া, সৌদি আরব ও পাকিস্তানসহ চীনে নিযুক্ত ৩০টি ইসলামিক দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা এ সফর করেন।

 

মুখপাত্র বলেন, সফরে প্রতিনিধি দল কাশি, আখ্যসু এবং উরুমুছি যান। তারা মসজিদ, সিনচিয়াং ইসলামিক ইনস্টিটিউট এবং তুলা চাষের ক্ষেত্রসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। তারা দেখেন যে, সিনচিয়াংয়ের বিভিন্ন জাতি শান্তিপূর্ণ সহাবস্থান করছে, সেখানে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত হয়েছে, দারিদ্র্যমুক্তি ও গ্রামীণ পুনর্জাগরণ সফল হয়েছে।

মুখপাত্র বলেন, ২০১৮ সালের ডিসেম্বর মাস থেকে শতাধিক দেশ ও অঞ্চলের বিভিন্ন মহলের দুই হাজারেরও বেশি মানুষ সিনচিয়াং সফর করেছেন। সিনচিয়াংয়ে শান্তি, সমৃদ্ধি, জাতীয় সম্প্রীতি এবং জনগণের সুখী জীবন দেখেছেন তারা।

 

মুখপাত্র বলেন, কিছু সংখ্যক পশ্চিমা রাজনীতিবিদ কিছু লোকের বানানো মিথ্যা কথায় বিশ্বাস করেন, তবে আড়াই কোটি সিনচিয়াংবাসীর অভিন্ন ইচ্ছার কথা শুনতে চান না। তাদেরকে আন্তর্জাতিক সমাজের কণ্ঠ শোনা, মিথ্যা কথা বন্ধ করা এবং সিনচিয়াংয়ের অজুহাতে চীনের উন্নয়নে বাধা দেওয়ার অপচেষ্টা বন্ধ করার তাগিদ দেয় চীন।

লিলি/তৌহিদ/শুয়ে