ছাই স্যুই খুন
2022-08-09 11:26:37

ছাই স্যুই খুন ১৯৯৮ সালের ২ অগাস্ট চীনের জেচিয়াং প্রদেশের ওয়েনচৌ শহরে জন্মগ্রহণ করেন। হুনান প্রদেশের চিশৌ তাঁর পূর্বপুরুষদের জন্মস্থান। তিনি চীনের মূল-ভূভাগের গায়িকা, মূল সঙ্গীত প্রযোজক  এবং এমভি পরিচালক।

২০১২ সালের অগাস্টে তিনি একটি টিভি নাটকে অভিনয় করে জনগণের দৃষ্টি কাড়েন। ২০১৮ সালের জানুয়ারিতে তিনি প্রতিযোগিতামূলক বৈচিত্র্য প্রদর্শন “প্রতিমা প্রযোজক”-এ অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়ে আনুষ্ঠানিকভাবে শোবিজে প্রবেশ করেন। একই বছরের অগাস্টে তিনি “এক” নামক প্রথম ইপি প্রকাশ করেন। ইপিতে “পুল আপ”, “ইউ কেন বি মাই গার্লফ্রেন্ড” এবং “ইট’স ইউ” তিনটি গান অন্তর্ভুক্ত হয়। ইপিটি ছিল পুরোপুরি ছাই স্যুই খুনের সঙ্গীত স্টাইলের ধারক। যা তাঁর শূন্য থেকে এক পর্যন্ত অভিজ্ঞতার প্রতিনিধিত্ব করে। তিনি ইপির মাধ্যমে অনুরাগীদের ধন্যবাদ জানান। 

 

২০১৮ সালে ছাই স্যুই খুন ২০১৮ এশিয়ান নিউ মিউজিক চার্টে সেরা জনপ্রিয় সুপ্ত-শক্তি পুরুষ শিল্পী পুরস্কার জিতেন। তারপর তিনি মূল একক গান “অপেক্ষা...” প্রকাশ করেন।  তিনি গ্র্যামি সেরা এমভি বিজয়ী পরিচালক ডেভ মেয়ার্সের সঙ্গে গানটির এমভি তৈরি করেন। 

 

২০১৯ সালের জানুয়ারিতে ছাই স্যুই খুন বেইজিং টিভি স্টেশনের বসন্ত উৎসব গালার মুখপাত্র হন এবং গালার জন্য “সে বছরের বসন্ত” নামক গান সৃষ্টি করেন। একই বছরের ১৮ ফেব্রুয়ারি তিনি একক গান “আকর্ষণ নেই” প্রকাশ করেন। গানটিতে তিনি প্রথমবারের মতো স্বাধীনভাবে লিরিক্স সৃষ্টি করার চেষ্টা চালান। তিনি “হারানো” প্রতিপাদ্য হিসেবে বেশ কিছু “হারানো” সম্পর্কিত গল্প বলেন। 

 

২০১৯ সালের জুলাই মাসে ছাই স্যুই খুন তাঁর প্রথম ডিজিটাল অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামের নাম “তরুণ”। এতে মোট দু’টো গান অন্তর্ভুক্ত হয়। তিনি নিজেই অ্যালবামের প্রযোজক। ইপিটি হচ্ছে ছাই স্যুই খুন নিজেকে দেয়া একটি উপহার। পাশাপাশি "ভিন্ন তরুণ" আত্মার মানুষদের জন্যও উপহার। তিনি ইপি দিয়ে নিজের ২০ বছরের অভিজ্ঞতা স্মরণ করতে চান। ইপিতে “চোখ বাঁধা” নামক গানে চারপাশের সব ধরনের বিদ্বেষের মতো, চারিদিকে বিভ্রান্তির অন্ধকার পুকুর-বর্ণনা করা হয়। 

 

“রহস্য” হল ছাই স্যুই খুনের ২০২১ সালে প্রকাশিত একক অ্যালবাম। পরিকল্পনা থেকে তৈরি পর্যন্ত তিনি তার সবকাজে অংশ নেন। অ্যালবামের লক্ষ্য হল চীন ও পশ্চিমা পপ-সঙ্গীতের প্রতি তাঁর চিন্তাধারা প্রেরণ করে অগ্রণী সঙ্গীত স্টাইল অন্বেষণ করা। অ্যালবামের শিরোনাম সংগীত তাঁর একটি ঝাপসা স্বপ্ন থেকে আসে। স্বপ্নে তাঁর পাশে ঘুমানো তাঁর প্রেমিকা, কিন্তু ঘুম থেকে উঠার সময় প্রেমিকার চেহারা মনে নেই। বন্ধুরা, এখন আমি গানটি আপনাদের শোনাতে চাচ্ছি, কিন্তু সঙ্গে সঙ্গে শোনাব একই অ্যালবামের অন্য একটি গান। গানের নাম “অদ্ভুত”। তিনি এক দিনের মধ্যে গানটির সৃষ্টি সম্পন্ন করেন। গানে সব ধরনের শব্দ তিনি নিজেই রেকর্ড করেন। 

 

অনুষ্ঠানের শেষে আমি আপনাদের ছাই স্যুই খুনের আরও দু’টো গান শোনাব। এর মধ্যে একটি ছিল তাঁর খুবই জনপ্রিয় একটি গান “প্রেমিক”। অন্য একটি গান গত জুলাই মাসে তাঁর সবেমাত্র প্রকাশিত নতুন গান “হাগ মি”। 

   

(প্রেমা/এনাম)