পবিত্র আশুরা আজ
2022-08-09 19:05:04

 

ঢাকা, ৯ আগস্ট: ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ বাংলাদেশে পালিত হচ্ছে মুসলমান সম্প্রদায়ের পবিত্র দিবস আশুরা। কারবালা প্রান্তরের শোকাবহ ঘটনার স্মরণে বিশ্ব মুসলিম সম্প্রদায়ের কাছে এ দিবসের বিশেষ তাৎপর্য রয়েছে। ত্যাগ ও শোকের প্রতীকরূপে দিনটি পালন করা হয় মুসলিম বিশ্বে। হিজরি ৬১ সালের ১০ মহরম মহানবী হযরত মুহম্মদ (স.) এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন (রা.) ও তার পরিবারবর্গ ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে শাহাদতবরণ করেন। এছাড়াও ধর্মীয় বিভিন্ন ঘটনা এ দিনে ঘটেছে বলে ধর্মীয় গ্রন্থাবলীতে উল্লেখ করা হয়েছে।

আজ মঙ্গলবার সরকারি ছুটি। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

পবিত্র আশুরা উপলক্ষে পুরান ঢাকার হোসনি দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতি সম্পন্ন করেছেন শিয়া সম্প্রদায়ের লোকজন। দুপুরের পর হোসনি দালান থেকে মিছিল বের হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক পরিদর্শন করবে। মহরমের তাজিয়া মিছিল ঢাকার ঐতিহ্যবাহী। এই মিছিলে কালো, সবুজ নিশান এবং জরি দিয়ে সাজানো তাজিয়া বহন করা হয়।

সুষ্ঠুভাবে তাজিয়া মিছিল সম্পন্ন করতে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি বহন নিষিদ্ধ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সঙ্গে আতশবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে পুলিশ ও র‌্যাব।

শান্তা/হাশিম