‘আমি বুঝেছি’
2022-08-09 14:58:32

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ফেই চিন শা’র সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

চিন শা হলেন চীনের মূল ভূভাগের একজন নারী কণ্ঠশিল্পী এবং অভিনেত্রী। তাঁর চেহারা সুন্দর, কণ্ঠও বেশ মিষ্টি। তাই চীনের তরুণ তরুণীদের মধ্যে তিনি ব্যাপক জনপ্রিয়।

 

২০০৫ সালে চিন শা’র প্রথম অ্যালবাম ‘বায়ু’ প্রকাশিত হয়। এতে ‘বাতাসের মধ্যে গ্রীষ্মকাল’সহ দশটি গান রয়েছে। ‘বাতাসের মধ্যে গ্রীষ্মকালের’ গানের কথা এমন: আমার এখনো মনে আছে, সেই বাতাসের মধ্যে গ্রীষ্মকাল; তখন শুধু একাকী অনুভূতি আমার মনে/ বাতাস এখনো আমার সাথে, শরত্কাল চলে এসেছে, মনের আগ্রহ এখনো চলে যায় নি/ চোখ বন্ধ করলেই তোমার মুখ আমার সামনে আসে।

 

বন্ধুরা, এখন শুনুন চিন শা’র কণ্ঠে ‘আমি বুঝেছি’ নামে গানটি। গানের কথায় বলা হয়, আমি আকাশ দেখতে পাচ্ছি না। আমি কি আনন্দ? আমি পালিয়ে যেতে চাই। আমার খুশি ও দুঃখ, তোমার স্বাধীনতা, যেন রংধনুর মতো, অল্প সময় থাকে। তুমি সত্যি আনন্দ? তুমি তোমার পথ খুঁজে পেয়েছো। তুমি সত্যি স্বাধীন জীবন পেয়েছো।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন চিন শা’র গান ‘সে আমাকে ভালোবাসে না’। গানের কথাগুলো এমন: আমি তাকে ভালোবাসি, শুধু তাকে ভালোবাসি। হয়তো শুধু এই পর্যন্ত ভালোবাসতে পারি। আমি ক্লান্ত, অনেক ক্লান্ত। মনে হয় সে আমাকে কেয়ার করে, তার কাছে আমি বিশেষ মেয়ে। তাই বিশ্বাস করতাম, একদিন সে আমাকে ভালোবাসার কথা বলবে। তবে আমি ভুল ভাবছি। সে আমাকে ভালোবাসে না।

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন চিন শা’র গান ‘তোমার মিথ্যা শুনতে চাই’। গানের কথাগুলো এমন: কানের পাশে সমুদ্র থেকে বাতাস, বেইজিংয়ের গোধূলি মনে ভেসে আসে। কোনো এক বছরের কোনো মাসে, তুমি আমার মনে আঙুলের ছাপ রেখেছো। তোমার মূল্যবান আত্মা, কিন্তু আমি গুরুত্ব দেই নি।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন চিন শা’র গান ‘যদি সবসময় প্রথম দেখার মতো’। গানের কথায় বলা হয়, শুধু সে সময়ের এক দেখা, শুধু সে মুহূর্তের এক চিন্তায়, আমি এখন পর্যন্ত অপেক্ষা করছি। যদি জীবন শুধু প্রথম দেখার মতো, মুহূর্তও চিরদিনের মত। আমি তোমার অপেক্ষা করবো।

আচ্ছা, শুনুন গানটি।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী চিন শা’র সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)