ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে দ্রুত রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে: চীনা প্রতিনিধি
2022-08-09 19:45:16

অগাষ্ট ৯: পাঁচ মাস পর ভিয়েনায় আবারও ইরান-পরমাণুচুক্তি পুনরুদ্ধারের আলোচনা শুরু হয়েছে। আলোচনায় চীনা প্রতিনিধি ও জাতিসংঘের ভিয়েনা কার্যালয়ে চীনের স্থায়ী প্রতিনিধি ওয়াং ছুন গতকাল (সোমবার) সাংবাদিকদের বলেন, বর্তমান আলোচনার সুযোগ মূল্যবান। যুক্তরাষ্ট্রকে সময়মতো রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে চুক্তিস্বাক্ষর ত্বরান্বিত করতে হবে।

ওয়াং ছুন বলেন, সংলাপ ও আলোচনার পদ্ধতি হলো একমাত্র সঠিক উপায়। বিভিন্ন পক্ষের বহু বছরের প্রচেষ্টায় চুক্তি বাস্তবায়নের সুযোগ এখন সামনে। চীন আশা করে, বিভিন্ন পক্ষ পরস্পরের স্বার্থ ও উদ্বেগকে সম্মান করবে এবং সুষ্ঠু পরিবেশ গড়ে তুলে আলোচনায় সাফল্য অর্জন করবে।

ওয়াং ছুন আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোয় যুক্তরাষ্ট্র ইরানকে হুমকি দেওয়া অব্যাহত রাখে এবং দেশটির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে। এতে আলোচনা ক্ষতিগ্রস্ত হয়। যুক্তরাষ্ট্রকে ‘দ্বৈতনীতি’ পরিত্যাগ করতে হবে এবং সময়মতো রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে। (ছাই/আলিম)