জাপানের পারমাণবিক বর্জ্য সমুদ্রে নিঃসরণ নিয়ে চীনের গভীর উদ্বেগ প্রকাশ
2022-08-09 18:47:25


অগাস্ট ৯: নিরস্ত্রীকরণবিষয়ক চীনা দূত লি সুং গতকাল (রোববার) জাতিসংঘে পারমাণবিক অস্ত্রের বিলোপসংক্রান্ত চুক্তির ১০তম পর্যালোচনা সম্মেলনে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার বিষয়ে চীনের অবস্থান ব্যাখ্যা করেন। তিনি বলেন, জাপানের পারমাণবিক বর্জ্য সমুদ্রে নিষ্কাশনের বিষয়ে চীন ভীষণভাবে উদ্বিগ্ন।

লি সুং বলেন, জাপানের ফুকুশিমা পারমাণবিক বিদ্যুতকেন্দ্রের দূষিত বর্জ্য সমুদ্রে ফেলার বিষয়টি উদ্বেগজনক। এটি সামুদ্রিক পরিবেশ, খাদ্য নিরাপত্তা, এবং জনস্বাস্থ্যসংশ্লিষ্ট ইস্যু, যা উপেক্ষা করা যায় না। পারমাণবিক বর্জ্য সমুদ্রে ফেলার জাপানি সরকারের সিদ্ধান্ত একতরফা।

তিনি আরও বলেন, বিতর্কিত সিদ্ধান্ত নেওয়ার আগে জাপান প্রতিবেশী দেশসমূহ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে পরামর্শ করার প্রয়োজনও বোধ করেনি। এতে জাপানি জনগণই তীব্র অসন্তুষ্ট, তা নয়; বরং চীন, দক্ষিণ কোরিয়া, রাশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোও এতে উদ্বেগ প্রকাশ করেছে। জাপান যা করছে, তা একটি দায়িত্বশীল দেশের পরিচায়ক নয়।  (ওয়াং হাইমান/আলিম/ছাই)