উলানবাটরে মঙ্গোলিয়ার পার্লামেন্টের চেয়ারম্যানের সঙ্গে ওয়াং ই’র বৈঠক
2022-08-09 19:37:00

অগাষ্ট ৯: চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (সোমবার) মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে সেদেশের পার্লামেন্টের চেয়ারম্যান গম্বোইয়াভান জান্দারশিতারের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে তাঁরা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করেন।

বৈঠকে জান্দানশিতার বলেন, দু’দেশ একে অপরের সার্বভৌমত্ব ও ভূখন্ডগত অখন্ডতাকে সম্মান করে এবং একে অপরের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে না। দু’দেশ একে অপরের উন্নয়ন-পথকেও সম্মান করে। দু’দেশ যৌথভাবে কোভিড-১৯ মহামারী মোকাবিলা করেছে। মঙ্গোলিয়া চীনা কমিউনিস্ট পার্টির দেশ প্রশাসনের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় এবং দু’দেশের আইনী সংস্থাগুলোর মধ্যে যোগাযোগ জোরদার করতে চায়।

জবাবে ওয়াং ই বলেন, মঙ্গোলিয়া দৃঢ়ভাবে চীনের সার্বভৌমত্ব ও ভূখন্ডগত অখন্ডতাকে সমর্থন করায় প্রশংসা পাবার যোগ্য। চীন চীরকালের জন্য মঙ্গোলিয়ার নির্ভরযোগ্য প্রতিবেশী ও অভিন্ন উন্নয়নের অংশীদার। চীন মঙ্গোলিয়ার সঙ্গে অব্যাহতভাবে পারস্পরিক সম্মান ও সমর্থনের ভিত্তিতে কাজ করে যেতে চায়। (ছাই/আলিম/ওয়াং হাইমান)