যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া-জাপান যৌথ ঘোষণায় তাইওয়ানসম্পর্কিত বক্তব্য অগ্রহণযোগ্য: বেইজিং
2022-08-08 18:57:25

অগাষ্ট ৮: সম্প্রতি যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ও জাপান এক যৌথ ঘোষণায় চীনের তাইওয়ান সম্পর্কে যে-বক্তব্য দিয়েছে, তা অগ্রহণযোগ্য। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

তিনি বলেন, ঘোষণায় ‘এক চীননীতি’-র উল্লেখ থাকলেও, তাইওয়ান সম্পর্কে বিতর্কিত কথা বলা হয়েছে।

মুখপাত্র বলেন, ‘এক চীননীতি’ হলো আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতি। এটি চীনের সাথে অন্যান্য দেশের কূটনৈতিক সম্পর্কের রাজনৈতিক ভিত্তি। এই নীতি স্পষ্ট ও দৃঢ়। তাইওয়ান চীনের একটি অংশ, আর গণপ্রজাতন্ত্রী চীনের সরকার হলো চীনের একমাত্র বৈধ সরকার। (ছাই/আলিম/ওয়াং হাইমান)