আসিয়ানের ৫৫তম পররাষ্ট্রমন্ত্রীদের অধিবেশনে ধারাবাহিক আঞ্চলিক সহযোগিতা দলিল গৃহীত
2022-08-08 11:26:51

অগাস্ট ৮: গত শনিবার ক্যাম্বোডিয়ার রাজধানী নমপেনে আসিয়ান জোটের ৫৫তম পররাষ্ট্রমন্ত্রীদের অধিবেশন সাফল্যের সঙ্গে শেষ হয়েছে এবং ধারাবাহিক অধিবেশনে ৩০টি আঞ্চলিক সহযোগিতামূলক দলিল গৃহীত হয়েছে।

চলতি বছর ক্যাম্বোডিয়া আসিয়ানের পালাক্রমিক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছে। ক্যাম্বোডিয়ার উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী প্রাক সখন প্রেস ব্রিফিংয়ে বলেছেন, আসিয়ানের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আসিয়ান কমিউনিটি নির্মাণ, আঞ্চলিক একীকরণ এবং আসিয়ান ও বৈদেশিক অংশীদারের সহযোগিতা নিয়ে মতবিনিময় করেছেন। আরসিইপি বাস্তবায়নে প্রচেষ্টা চালাতেও তারা একমত হয়েছেন। যাতে আসিয়ানের বাণিজ্য, পুঁজি বিনিয়োগ ও বৈশ্বিক সরবরাহ চেইন সক্রিয় রাখা যায়।

উল্লেখ্য, ৩০ জুলাই থেকে ৬ অগাস্ট পর্যন্ত ৫৫তম আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের অধিবেশন আয়োজিত হয়েছে। ৩৮টি দেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধিরা বিভিন্ন পর্যায়ের ১৯টি অধিবেশনে উপস্থিত ছিলেন।

(সুবর্ণা/তৌহিদ/শুয়ে ফেই ফেই)