বিশ্বের বিভিন্ন রাজনৈতিক দল ‘এক চীননীতি’ মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছে
2022-08-08 18:49:45

অগাষ্ট ৮: সম্প্রতি বিভিন্ন দেশের বিভিন্ন রাজনৈতিক দল মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির কথিত তাইওয়ান সফরের  নিন্দা করেছে এবং ‘এক চীননীতি’ মেনে চলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

ফ্রান্সের পার্টি লা ফঁসা সুমিজ সম্প্রতি বলেছে, তারা ‘এক চীননীতি’-তে অবিচল থাকবে। পার্টি বিশ্বাস করে যে, তাইওয়ান হলো চীনের অবিচ্ছেদ্য অংশ।

গ্রিসের কট্টরপন্থী বাম জোট এক বিবৃতিতে বলেছে, ‘এক চীননীতি’ হলো গ্রিস ও ইউরোপের অভিন্ন অবস্থান। তারা বরাবরের মতোই এই নীতিতে অবিচল থাকবে।

সাইপ্রাসের দা ওয়ার্কিং পিপলস প্রগ্রেসিভ পার্টি এক বিবৃতিতে ‘এক চীননীতি’-র প্রতি অবিচল আস্থা প্রকাশ করেছে।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিও ‘এক চীননীতি’-তে অবিচল থাকার কথা ঘোষণা করেছে।

ফাক পসাসন পতিভাত লাও’র বৈদেশিক যোগাযোগ বিভাগ এক বিবৃতিতে বলেছে, তাইওয়ান হলো চীনের অবিচ্ছেদ্য অংশ। (ছাই/আলিম/ওয়াং হাইমান)