অগাস্ট ৮: গতকাল (রোববার) ভারতের তথ্য মাধ্যম দেশটির মহাকাশ গবেষণা সংস্থা- ইসরো’র উদ্ধৃতি দিয়ে জানায়, এদিন ক্ষেপণযোগ্য ছোট উপগ্রহ বাহক-রকেটের প্রথম উত্ক্ষেপণ মিশন ব্যর্থ হয়েছে।
এদিন সকালে ইসরো দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অন্ধ্র প্রদেশে অবস্থিত মহাকাশ কেন্দ্রে প্রথমবারের মতো বাহক-রকেটের মাধ্যমে দুটি ছোট উপগ্রহ পৃথিবীর নিকটতম কক্ষপথে পাঠানোর পরিকল্পনা করে। প্রথম পর্যায়ের অভীষ্ট লক্ষ্য অর্জন হলেও শেষ পর্যায়ে তা নিখোঁজ হয়ে যায়। বাহক-রকেটটি উপগ্রহকে পূর্বনির্ধারিত কক্ষপথে স্থাপন করতে পারে নি।
(প্রেমা/তৌহিদ/শুয়েই)