চীনে বৈদেশিক মুদ্রার বাজার সামষ্টিকভাবে স্থিতিশীল আছে
2022-08-08 15:48:35

অগাস্ট ৮: চীনে বৈদেশিক মুদ্রার বাজার সামষ্টিকভাবে স্থিতিশীল আছে। চীনের জাতীয় বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা ব্যুরো গতকাল (রোববার) এ তথ্য জানায়।

ব্যুরোর উপ-মহাপরিচালক ওয়াং ছুন ইং সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক আর্থিক বাজারে বিভিন্ন কারণে মার্কিন ডলারের মূল্য বেড়েছে এবং বিশ্বে প্রধান আর্থিক সম্পদের দামও সামষ্টিকভাবে বেড়েছে। আর বিদেশি মুদ্রার বিনিময় হারে পরিবর্তন এবং আর্থিক সম্পদের দাম বৃদ্ধিসহ বিভিন্ন ফ্যাক্টরের কারণে জুলাইয়ে চীনের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে।

ওয়াং ছুন ইং আরও বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি চ্যালেঞ্জে পরিপূর্ণ এবং অস্থিতিশীল ও অনিশ্চিত ফ্যাক্টরগুলোও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে আন্তর্জাতিক আর্থিক বাজার অস্থির। তবে, চীনে মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নকে কার্যকরভাবে সমন্বয় করা হয়েছে। চীনা অর্থনীতির শক্তিশালী স্থিতিস্থাপকতা, দুর্দান্ত সম্ভাবনা ও পর্যাপ্ত প্রাণশক্তি রয়েছে।

উল্লেখ্য, ব্যুরো কর্তৃক প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, চলতি বছরের জুলাইয়ের শেষে চীনে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩১০৪.১ বিলিয়ন মার্কিন ডলার, যা জুনের শেষের চেয়ে ৩২.৮ বিলিয়ন মার্কিন ডলার বেশি। এক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ১.০৭ শতাংশ।  (ওয়াং হাইমান/আলিম/ছাই)