তাইওয়ান প্রণালীর বর্তমান উত্তেজনার জন্য যুক্তরাষ্ট্র দায়ী: চীনা মুখপাত্র
2022-08-08 18:48:50

অগাষ্ট ৮: চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ ছিয়ান আজ (সোমবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, বর্তমানে তাইওয়ান প্রণালীতে যে-উত্তেজনা বিরাজ করছে, তা যুক্তরাষ্ট্রের উস্কানিমূলক আচরণের কারণেই হয়েছে। এর দায় পুরোপুরি যুক্তরাষ্ট্রের।

উ ছিয়ান বলেন, চীন তাইওয়ান সমস্যায় নিজের অবস্থান বারবার ব্যাখ্যা করেছে। বিশেষ করে, মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তথাকথিত তাইওয়ান সফরের আগে, চীন এর বিরুদ্ধে একাধিকবার কঠোর মনোভাব প্রকাশ করেছে। অথচ মার্কিন সরকার পেলোসিকে তাইওয়ানে যেতে উত্সাহ দিয়ে গেছে।

মুখপাত্র বলেন, পেলোসির অবৈধ সফরের প্রতিক্রিয়ায় চীন পাল্টা ব্যবস্থা গ্রহণ করেছে। এসব ব্যবস্থার আওতায় দু’দেশের সশস্ত্রবাহিনীর প্রধানদের ফোনালাপ, দু’দেশের মধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয় পর্যায়ের বৈঠক, দু’দেশের সমুদ্র নিরাপত্তা সংলাপব্যবস্থার সম্মেলন, ইত্যাদি বাতিল করা হয়েছে।

উ আরও বলেন, তাইওয়ানের সমস্যা হলো চীনের রেডলাইন। চীনের কেন্দ্রীয় স্বার্থ ও গুরুত্বপূর্ণ উদ্বেগকে সম্মান করতে যুক্তরাষ্ট্রকে আবারও তাগিদ দেয় বেইজিং। (ছাই/আলিম/ওয়াং হাইমান)