পেলোসির চীনের তাইওয়ান সফরে বাংলাদেশের নানা সম্প্রদায়ের নিন্দা
2022-08-08 14:23:09

সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, সম্প্রতি মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পীকার ন্যান্সি পেলোসি চীনের দৃঢ় বিরোধিতা উপেক্ষা করে তাইওয়ান অঞ্চল সফর করেছেন। পেলোসির এহেন আচরণ চীনের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা গুরুতর লঙ্ঘন করেছে। ফলে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, রাজনীতিবিদ, বিশেষজ্ঞ এবং সাধারণ নেটিজেনরা পেলোসির এমন আচরণের নিন্দা জানিয়েছেন। 

 

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ বেশ কিছু সংস্থা এ ব্যাপারে চীনের অবস্থানকে সমর্থন জানিয়েছে। কেউ কেউ পেলোসির আচরণের নিন্দা জানিয়েছেন।

 

‘এক চীন’ নীতির প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ

অগাস্ট ৪: বাংলাদেশ ‘এক চীন’ নীতির প্রতি তার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে। গত বৃহস্পতিবারবাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিত একথা জানায়।

বিবৃতিত বলা হয়, তাইওয়ান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। এ ইস্যুতে সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম অবলম্বনের আহ্বান জানাচ্ছে ঢাকা।

 

সিপিবির কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স গত বৃহস্পতিবার দেয়া এক বিবৃতিতে বলেন, মার্কিন পার্লামেন্টের স্পিকার ন্যান্সি পেলোসির সামরিক কায়দায় এই তাইওয়ান সফর এশিয়া ও বিশ্ব রাজনীতির জন্য এক ভয়াবহ ইঙ্গিত বহন করছে। এটি স্পষ্টতই চীনের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের এক প্রবল সামরিক উস্কানি এবং চীনের সঙ্গে মার্কিনের যৌথ সমঝোতার চরমতম লংঘন। একইসঙ্গে মার্কিন নেতার এই ধরনের সফর চীনের ভৌগলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বের প্রতি বিরাট হুমকি। যা তাইওয়ান প্রণালীতে উত্তেজনা বাড়াবে এবং সেখানকার বিচ্ছিন্নতাবাদীদের মদদ যোগাবে।

বাংলাদেশের ওয়ার্কস পার্টির গত বুধবারের এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন প্রতিনিধি পরিষদের স্পীকার ন্যান্সি পেলোসির আগমনকে চরম উস্কানীমূলক ও একই সঙ্গে প্রতারণামূলক বেপরোয়া আচরণ। ইউক্রেন রাশিয়া যুদ্ধকে কেন্দ্র করে সমস্ত পৃথিবী যখন এক অশান্ত সময় অতিক্রম করছে, তখন পেলোসির তাইপে সফর ঐ অশান্তিকে আরও বিস্তৃত করবে।

আজকের অনুষ্ঠানে আমরা একজন বিশেষ অতিথি-চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুনশি ফায়েজ আহমেদ সাথে এ বিষয়ে কথা বলবো। তিনি এ বিষয়ে সুচিন্তিত প্রদান করেছেন।

 

জনাব রাষ্ট্রদূত ফায়েজ,  আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ এ অনুষ্ঠানে।

 

১. কয়েক দিন আগে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পীকার পেলোসি চীনের দৃঢ় বিরোধিতা উপেক্ষা করে তাইওয়ান সফর করেছেন। এ ব্যাপারে আপনার মন্তব্য কী? 

 

২. এক-চীন নীতিতে বাংলাদেশের অটল অবস্থান ঢাকা-বেইজিং সম্পর্ককে কীভাবে প্রভাবিত করবে বলে আপনি মনে করেন?

 

জনাব রাষ্ট্রদূত ফায়েজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দিয়ে আপনার সুচিন্তিত এবং মূল্যবান মতামত প্রদানের জন্য।