তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের তিনটি ভুল তুলে ধরেছেন ওয়াং ই
2022-08-08 10:53:05

অগাস্ট ৮: গতকাল (রোববার) চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বাংলাদেশ সফরের সময় চীনের তাইওয়ান অঞ্চলে ন্যান্সি পেলোসি’র সফর ইস্যুতে যুক্তরাষ্ট্রের অযৌক্তিক তর্ক ও তিনটি ভুল তুলে ধরেছেন।

প্রথমত, চীনের অভ্যন্তরীণ বিষয়ে নগ্ন মার্কিন হস্তক্ষেপের কথা বলেন তিনি। যুক্তরাষ্ট্র চীনের একাধিক হুঁশিয়ারি উপেক্ষা করে নিজের ইচ্ছামতো সেদেশের সরকারের তৃতীয় শীর্ষ ব্যক্তিকে চীনের তাইওয়ানে সফর করার অনুমোদন দেয়। যুক্তরাষ্ট্রের জানা উচিত যে, তাইওয়ান যুক্তরাষ্ট্রের অংশ নয়; এটা চীনের ভূখণ্ড এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্র নিজেই প্রকাশ্যে প্রতিশ্রুতি দিয়েছে। মার্কিন এ আচরণ গুরুতরভাবে চীনের সার্বভৌমত্ব লঙ্ঘন।

দ্বিতীয়ত, স্বাধীন তাইওয়ান দাবিদারদের সমর্থন করছে ওয়াশিংটন। যে কোনো দেশের একীকরণ রক্ষা করা উচিত এবং বিচ্ছিন্নতাবাদীদের বেপরোয়াভাবে কাজ করার অনুমোদন দেওয়া যায় না। তাইওয়ান অঞ্চলের ক্ষমতাসীন দল- ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টি ‘স্বাধীনতা বাস্তবায়নকে’ নিজের পার্টির কাজ হিসেবে অন্তর্ভুক্ত করেছে। সাম্প্রতিক বছরগুলোতে প্রগতিশীল পার্টি তাইওয়ানকে স্বাধীন করার অপচেষ্টা চালিয়েছে। মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার প্রকাশ্যে বিচ্ছিন্নতাবাদীদের পাশে দাঁড়িয়েছে।

তৃতীয়ত, ইচ্ছাকৃতভাবে তাইওয়ান প্রণালীর শান্তি বিনষ্ট করছে যুক্তরাষ্ট্র। যে কোনো একটি সমস্যা সৃষ্টি করা, তারপর এই সমস্যার অজুহাতে নিজের কৌশলগত চক্রান্ত বাস্তবায়ন করা যুক্তরাষ্ট্রের বরাবরের কৌশল। কিছু লক্ষণ থেকে দেখা যায়, পেলোসি-কে তাইওয়ান অঞ্চলে পাঠিয়ে যুক্তরাষ্ট্রের পুরানো কৌশল বাস্তবায়ন করতে চায় এবং এর মাধ্যমে এ অঞ্চলে সেনা মোতায়েন বাড়াতে চায়। এটি সব পক্ষের উচ্চ সতর্কতা এবং দৃঢ় প্রতিরোধের দাবি রাখে।

লিলি/তৌহিদ/শুয়ে