ফিলিস্তিনের পিআইজে এবং ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর
2022-08-08 11:25:47

 অগাস্ট ৮: গতকাল (রোববার) ফিলিস্তিনের গোষ্ঠী পিআইজে এবং ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মোহাম্মদ আব্বাস দু’পক্ষের যুদ্ধবিরতি বাস্তবায়নে মিশরের প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন।

এক বিবৃতিতে ফিলিস্তিনি গোষ্ঠী জানায়, মিশরের সক্রিয় উদ্যোগে ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইসরাইল পিআইজে’র দুই বন্দীকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। দু’পক্ষের যুদ্ধবিরতি চুক্তি রোববার রাত থেকে কার্যকর হয়েছে।

ফিলিস্তিনি প্রেসিডেন্টের কার্যালয় মিশরের চেষ্টার জন্য ধন্যবাদ জানিয়েছে। মিশরের প্রেসিডেন্ট ফাত্তাহ আল-সিসির সমর্থনের প্রশংসা করে আব্বাস বলেন, ফিলিস্তিনি জনগণের দুঃখ প্রশমনে মিশর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

ইসরাইলি প্রধানমন্ত্রী কার্যালয়ের বিবৃতিতেও পিআইজে’র সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির স্বীকৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, পিআইজে চুক্তি লঙ্ঘন করলে ইসরাইলও প্রতিক্রিয়া দেখাবে।

উল্লেখ্য, ৫ অগাস্ট ইসরাইলি জঙ্গিবিমান গাজায় বিমান হামলা চালায়, এতে কমপক্ষে ১০জন ফিলিস্তিনি নিহত এবং কয়েক ডজন লোক আহত হয়। গাজার স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানে ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে টানা ৩ দিনের সংঘর্ষে ৪৪জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হয়েছে।

(সুবর্ণা/তৌহিদ/শুয়ে ফেই ফেই)