(ছবি) ক্রেপ মার্টেল ফুল ফুটেছে
2022-08-07 17:02:04

অগাস্ট ৭: ফুলের সৌন্দর্য তো আছেই! এ ছাড়াও, ক্রেপ মার্টেলের শিকড়, বাকল, পাতা ও ফুল ওষুধ হিসাবে ব্যবহার করা যেতে পারে। এগুলো গরম প্রশমন করে এবং ডিটক্সিফাইং, ডায়রিয়া বন্ধ করা, রক্তপাত বন্ধ করা ও ব্যথা উপশম করার ক্ষেত্রে ভূমিকা রাখে। এটি লিভার সিরোসিস, অ্যাসাইটিস, হেপাটাইটিস, বিভিন্ন হেমোরেজ, ফ্র্যাকচার, ম্যাস্টাইটিস, একজিমা এবং অন্যান্য রোগের চিকিত্সায়ও ব্যবহৃত হয়।

তা ছাড়া, এটি ক্ষতিকারক পদার্থ সালফার-ডাই-অক্সাইড শোষণ করে, ধুলো শোষণ করে। এটি শহরকে সবুজ করতেও ব্যবহৃত হয়। (ওয়াং হাইমান/আলিম/ছাই)