আগস্ট ৭: চীনের চব্বিশটি সৌরপদের একটি হচ্ছে ‘শরতের শুরু’ বা “লি ছিউ”। এই সময়ে, ফসল পরিপক্ক হতে শুরু করে এবং ফসল কাটা শুরু হয়। ফসল কাটার মধ্যে এসময় দেশের বিভিন্ন স্থানে দেবতাদের পূজা করার লোকপ্রথা রয়েছে। এর ছাড়াও রয়েছে বিভিন্ন প্রথা। (ইয়াং/আলিম/ছাই)